পীরগঞ্জে এক ডজন মামলা আসামী শাহিন গ্রেফতার
https://www.obolokon24.com/2017/09/rangpur_28.html
মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে হত্যা, ডাকাতি, চুরি, মারপিট সহ এক ডজন মামলার আসামী শাহিন তালুকদার (৫১) গত ১৪ ই সেপ্টেম্বর পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অফিসার ইনচার্জ রেজাউল করিমের নির্দেশনায় এসআই প্রলয় কুমার বর্মা, এসআই দেবাশীষ রায় ও এসআই মাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করে। শাহিনের বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে। সে উপজেলার রামনাথপুর ইউনিয়নে খেজমতপুর গ্রামের নালো তালুকদারের পুত্র। পুলিশ জানায় তার বিরুদ্ধে ক) পীরগঞ্জ থানার এফ আই আর নং-২৯, তারিখ: ১৪/০৯/২০১৭, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৫০৬/১১৪ দঃবিঃ খ) পীরগঞ্জ থানার এফআইআর নং-৫, তারিখ: ০৬/০৬/২০১৭, জিআর নং-২২৭, তারিখ: ০৬/০৬/২০১৭, ধারা: ৩৭৯/৪১১ দঃবিঃ গ) পীরগঞ্জ থানার এফআইআর নং- ১২, তারিখ: ০৮/০৫/২০১৭, ধারা: ৩৭৯ দঃবিঃ ঘ)পীরগঞ্জ থানার এফআইআর নং-০৯, তারিখ: ০৯/০৩/২০১৭, ধারা: ৩৭৯/৪১১ দঃবিঃ এবং ঙ) পীরগঞ্জ থানার এফআইআর নং- ০২, ০১/০৩/২০১৭, ধারা: ৩৭৯/৪১১ রুজু করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। খোজ নিয়ে জানা গেছে শাহিন তালুকদার পুলিশের হাতে গ্রেফতারের সংবাদ এলাকায় পৌছিলে উল্লেসিত জনতা মিস্টি বিতরণ করেছে।
রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে হত্যা, ডাকাতি, চুরি, মারপিট সহ এক ডজন মামলার আসামী শাহিন তালুকদার (৫১) গত ১৪ ই সেপ্টেম্বর পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অফিসার ইনচার্জ রেজাউল করিমের নির্দেশনায় এসআই প্রলয় কুমার বর্মা, এসআই দেবাশীষ রায় ও এসআই মাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করে। শাহিনের বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে। সে উপজেলার রামনাথপুর ইউনিয়নে খেজমতপুর গ্রামের নালো তালুকদারের পুত্র। পুলিশ জানায় তার বিরুদ্ধে ক) পীরগঞ্জ থানার এফ আই আর নং-২৯, তারিখ: ১৪/০৯/২০১৭, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৫০৬/১১৪ দঃবিঃ খ) পীরগঞ্জ থানার এফআইআর নং-৫, তারিখ: ০৬/০৬/২০১৭, জিআর নং-২২৭, তারিখ: ০৬/০৬/২০১৭, ধারা: ৩৭৯/৪১১ দঃবিঃ গ) পীরগঞ্জ থানার এফআইআর নং- ১২, তারিখ: ০৮/০৫/২০১৭, ধারা: ৩৭৯ দঃবিঃ ঘ)পীরগঞ্জ থানার এফআইআর নং-০৯, তারিখ: ০৯/০৩/২০১৭, ধারা: ৩৭৯/৪১১ দঃবিঃ এবং ঙ) পীরগঞ্জ থানার এফআইআর নং- ০২, ০১/০৩/২০১৭, ধারা: ৩৭৯/৪১১ রুজু করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। খোজ নিয়ে জানা গেছে শাহিন তালুকদার পুলিশের হাতে গ্রেফতারের সংবাদ এলাকায় পৌছিলে উল্লেসিত জনতা মিস্টি বিতরণ করেছে।