৩ বছর সাজাভোগের পর রংপুর কারাগার থেকে নেপালী নাগরিকের মুক্তি

মামুনুর রশিদ মেরাজুল

রংপুর কেন্দ্রীয় কারাগারে ৩ বছর সাজাভোগের পর পুলিশের সহযোগিতায় নেপালী নাগরিক পবন কুমার ইয়াদব (৪২) ছাড়া পেয়েছে। গত বুধবার তাকে নেপালী দুতাবাসের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
আদালত, কারাগার ও পুলিশ সুত্রে জানা গেছে, নেপালের সবতারি জেলার পারবেহে গ্রামের বাসিন্দা দেব নারায়ন ইয়াদবের ছেলে পবন কুমার ইয়াদব বিগত ২০১১ সালের ২২ ডিসেম্বর কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তার বিরুদ্ধে ১৯৪৬ সালের নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় টেকনাফ থানায় মামলা হলে তার ৩ বছরের সাজা হয়। মামলা নং- ৪৯। তার সাজা শেষ হলে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ‘এ’ সার্কেল সাইফুর রহমান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে অধ্যায়নরত নেপালী শিক্ষার্থী ও নেপালী দুতাবাসের সাথে যোগযোগ করেন। বুধবার সকাল ১১ টায় রংপুর কেন্দ্রীয় কারাগার হতে মুক্তিপ্রাপ্ত আরপি নং- ১/১৫, অনুযায়ী নেপালী দুতাবাসের ডেপুটি চিফ অব মিশন/মিনিষ্টার কাউন্সেলর ধন বাহাদুর ওলীর নিকট তাকে হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যজিট্রেট আবু রাফা মুহাম্মদ আরিফ, কারাগারের ডেপুটি জেলার আব্দুল¬াহ হিল ওয়ারেস, ও রংপুর জেলা বিশেষ শাখার ইন্সপেক্টর আমিনুল ইসলাম, বেসরকারী সহায়ক সংস্থা, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্টের জেলা প্রজেক্ট অফিসার এ্যাড. দিলরুবা রহমান ও আরডিআরএস’র রিহ্যাবিলিটেশন সুপারভাইজার খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ‘এ’ সার্কেল সাইফুর রহমান বলেন, তার মুক্তির জন্য রংপুরে মেডিকেলে অধ্যায়নরত নেপালী শিক্ষার্থীদের সাথে যোগযোগ করি। যোগাযোগ না হলে আজীবনই পবন কুমারকে কারাগারেই থাকতে হতো।

পুরোনো সংবাদ

রংপুর 7599066836427185247

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item