মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে রংপুরের সম্মিলিত লেখক সমাজের মানববন্ধন ও প্রতিবাদী কবিতা উচ্চারণ

হাজী মারুফ

মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদী কবিতা উচ্চারণ হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় রংপুর টাউনহল গেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদী কবিতা উচ্চারণ অনুষ্ঠিত হয়। “সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই” এই উক্তিকে সামনে রেখে রংপুরের লেখক সমাজ এই প্রতিবাদের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাহিত্যের কাগজ মৌচাকের প্রধান উপদেষ্টা প্রাবন্ধিক রেজাউল করিম মুকুল, বিশিষ্ট লেখক প্রফেসর শাহ আলম, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, কবি ও সাংবাদিক মইনুল হক, বিশিষ্ট প্রাবন্ধিক আনোয়ারুল ইসলাম রাজু, কবি বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সাধারণ সম্পাদক এডভোকেট রথীস চন্দ্র ভৌমিক বাবু সোনা, জাতীয় কবিতা পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক সুনীল রায়, বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান সোহাগ, রংপুর জেলার সভাপতি এস এম সাথী বেগম, ছড়া সংসদ রংপুরের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম, সহ-সভাপতি মতিয়ার রহমান, অভিযাত্রিকের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইসহাক ইরানী, এডপাবলিকেশনের স্বত্বাধিকারী সাকিল মাসুদ, কবি ও লেখক এটিম মোর্শেদ, লেখক সংসদ রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান এলেন,ভালোবাসার কবি জোসেফ আখতার, কবি হেলেন আরা সিডনি, হাই হাফিজ, ডাঃ আতাউল হক, কবিরাজ ইসমাইল মোল্লা প্রমুখ । প্রতিবাদী কবিতা উচ্চারণ করেন কবি কামরুন্নাহার রেনু, লিজা, শরিফুল আলম অপু, কবি সোহানুর রহমান শাহীন, মেহেদী হাসান শাপলা, মাওলানা জুবায়ের, আহমেদ অরন্য, বাক সম্পাদক সফুরা খাতুন, কবি মোস্তাফিজ রহমান, কবি শ্রাবণ বাঙ্গালী, ওবায়দুর রহমান, কবি কুশল রায়, কবি মিনার বসুনীয়া, কবি ফারুক প্রধান, কবি বাদল রহমান প্রমুখ।। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন কবি মাহবুব হোসেন মারুফ ও ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক ও সাহিত্যের কাগজ মৌচাকের সম্পাদক রেজাউল করিম জীবন। বক্তারা বলেন, মিয়ানমারের রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাঁরা বাংলাদেশের নাগরিক না, তাই তাদের দায়িত্ব সেদেশের সরকারের। বাংলাদেশ মানবিক কারনে স্থান দিয়েছে, মানবিক কারনে স্থান দিয়ে বাংলাদেশ স্থান দিয়ে বিশ্বে বিরল ঘটনার জন্ম দিয়েছে। বিশ্ব নেতৃবৃন্দকে মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরত নেয়ার জন্য চাপ দিতে হবে। শুধু ত্রাণ পাঠিয়ে দিয়ে এবং পাশের থাকার কথা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। লেখকরা বলেন, রংপুরের লেখকরা শুধু কবিতা লিখেই ক্ষান্ত থাকে না, বরং দেশের প্রয়োজনে, মানবিক প্রয়োজনে মাঠে দাঁড়াতে পারে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2178281404808315603

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item