রংপুর জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

হাজী মারুফ


 বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সভানেত্রী ও সাধারণ সম্পাদিকা স্বাক্ষরিত অনুমোদিত রংপুর জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি প্রকাশ করা হয়েছে। গতকাল বিকেলে রংপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজি রহমান জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত এবং মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সভানেত্রী এবং সাধারণ সম্পাদিকা স্বাক্ষরে জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের  ৮৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়। গত ২০ জুলাই ২০১৭ তারিখে এ কমিটি অনুমোদন দেয়া হয়। কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের অনুমোদনক্রমে মর্তূজা বেগমকে সভানেত্রী ও এডভোকেট জাকিয়া সুলতানা চৈতিকে সাধারণ সম্পাদক করে জেলা মহিলা আওয়ামীলীগের ৮৯ বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদিত হয়। এদিকে মমতাজ বেগমকে সভানেত্রী ও ইছমত আরা বন্যাকে সাধারণ সম্পাদক করে মহানগর মহিলা আওয়ামীলীগের ৮৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদিত হয়। রংপুর জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির প্রকাশকালে জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক লতিফা শওকত বলেন, শুধু কমিটিতে পদ পেয়ে সন্তুষ্ট থাকা যাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, মহানগর যুবলীগের আহবায়ক এবিএম সিরাজুম বাশারসহ জেলা ও মহানগর মহিলালীগের নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3646886776625952945

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item