প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা, ১জন গ্রেফতার

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ

পীরগঞ্জে প্রেমে ব্যর্থ হওয়ায় এক স্কুলছাত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে ১০ম শ্রেনীর ছাত্র সাফি মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের উজিরপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহত ছাত্রীর পরিবার জানায়, উপজেলার রামনাথপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের পলাশ মিয়ার কন্যা উপজেলা সদরের কছিমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্রী আরজিনা আকতার স্বর্ণাকে দীর্ঘদিন থেকে একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার পুত্র সাফি মিয়া প্রেমের প্রস্তাব ও উত্যক্ত করে আসছে। সাফি উপজেলা সদরের হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। সাফির প্র্রেমের প্রস্তাব স্বর্ণা প্রত্যাখ্যান করলে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় গত ১৬ মে স্বর্নার বাবা পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই বখাটের হাত থেকে স্বর্নাকে রক্ষায় প্রায় এক বছর আগে উজিরপুর গ্রামে খালু ফারুক মিয়ার বাড়িতে স্বর্নাকে রেখে আসে। সেখান থেকেই সে নিয়মিত তার বিদ্যালয়ে পড়ালেখার জন্য যাতায়াত করতো। একপর্যায়ে বুধবার বিকেলে বিদ্যালয় ছুটির পর কোচিং শেষে স্বর্না তার খালুর বাড়ি ফেরার পথে উজিরপুর নামকস্থানে পৌঁছুলে বখাটে সাফি ও তার এক সহযোগিসহ মোটর সাইকেলযোগে পথরোধ করে তার মাথায় রড দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এতে স্বর্না জ্ঞান হারালে স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। বাবা পলাশ মিয়া জানায়, হাসপাতালের ডাক্তার আমাকে বলেছে, আমার মেয়ের অবস্থা আশংকাজনক। তাই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে স্বর্ণার মা সেলিনা বেগম বাদী হয়ে ওই বখাটে এবং মোটর সাইকেল চালককে অজ্ঞাতনামা আসামী করে থানায় ইভটিজিংসহ মারপিটের মামলা করেছেন। থানার ওসি রেজাউল করিম জানান, ঘটনার পরপরই সাফিকে গ্রেফতার করে শিশু আইনে কোর্টে প্রেরন করা হয়েছে। গত মে মাসে স্বর্নাকে হুমকি দেয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে পুলিশ তাৎক্ষনিকভাবে ওই বখাটেকে আটক করতে গিয়ে পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

রংপুর 8403368557006275873

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item