পীরগঞ্জে গ্রাম পুলিশ সদস্যের বর্লমের আঘাত থেকে রক্ষা পেল ইভটিজিং মামলার বাদী!

মামুনুর রশিদ মেরাজুল

পীরগঞ্জে গ্রাম পুলিশ সদস্যের বর্লমের আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ইভটিজিং মামলার বাদী ফজলুল হক। গত শুক্রবার রাতে উপজেলার মথুরাপুর গ্রামে ওই ঘটনায় গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ করা  হয়েছে।
পুলিশ, অভিযোগ ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, উপজেলার বড়দরগা ইউনিয়নের মথুরাপুরের ফজলুল হকের ১০ম শ্রেনী পড়–য়া কন্যাকে ওই গ্রামের গ্রাম পুলিশের সদস্য আব্দুল হামিদ মিয়ার (৪২) ছেলে মজনু মিয়া (২৩) প্রায়ই উত্যক্ত করতো। এ ঘটনায় ফজলুল হক গত ৩০ আগষ্ট পীরগঞ্জ থানায় মজনুসহ কয়েকজনকে আসামী করে ইভটিজিংয়ের মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে গ্রাম পুলিশ সদস্য হামিদ মিয়া। একপর্যায়ে শুক্রবার মধ্যরাতে ওই গ্রাম পুলিশের নেতৃত্বে কয়েকজন বর্লম নিয়ে ফজলুল হকের ঘরের টিনের জানালা ফাঁক করে। এ সময় শব্দে ঘুম থেকে ফজলু জেগে উঠে টর্চ লাইট দিয়ে বলরাম দেখে চিৎকার দিলে ওই গ্রাম পুলিশ সদস্যসহ সবাই পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় গতকাল লিখিত অভিযোগ করা হয়েছে। বড়দরগা ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক বলেন, গ্রাম পুলিশ সদস্য আব্দুল হামিদ মিয়ার বিরুদ্ধে গ্রাম আদালতে প্রায় ডজনখানেক মামলা ও অভিযোগ রয়েছে। থানার ওসি রেজাউল করিম বলেন, ওই গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ শুনেছি। এবারে লিখিত পেলাম। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

রংপুর 1259530614629888841

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item