দুই ভূয়া ডিবি পুলিশ আটক

ফজলুর রহমান,পীরগাছা

রংপুরের পীরগাছায় ঈদের আগের দিন শুক্রবার রাতে দুই ভূয়া ডিবি পুলিশকে এলাকাবাসী আটক করে থানায় সোর্পদ করেছে। এঘটনায় পীরগাছা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কান্দি ইউনিয়নের কান্দির বাজার থেকে রাত দশটার দিকে বাড়ি যাওয়ার পথে বাবলু মিয়া নামের এক ব্যবসায়ীকে দুই ব্যক্তি আটক করে। তারা নিজেদেরকে ডিবি পুলিশ হিসেবে দাবী করে এবং বাবলু মিয়ার নামে গ্রেফতারী পরোয়ানা আছে বলে জানায়। এসময় বাবলু মিয়াকে বেধরক মারপিট করে তার নিকট থাকা ১৬ হাজার টাকা ও একটি বাইসাইকেল ছিনিয়ে নেয়। ঘটনায়স্থলে আরো একাধিক ব্যক্তিকে মারপিট করে ওই দুই ভূয়া ডিবি পুলিশ। পরে এলাকাবাসী তাদেরকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট সোপর্দ করলে তারা ভূয়া ডিবি পুলিশ বলে স্বীকার করে। রাতেই পীরগাছা থানা পুলিশ ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী উপজেলার কৈকুড়ী ইউনিয়নের শুল্লিপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে রাজু মিয়া(৪০)ও একই ইউনিয়নের নজর মামুদ গ্রামের হান্নান মিয়ার ছেলে রিদয় মিয়াকে (২২) আটক করে থানায় নিয়ে আসে। গত শনিবার তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আটক দুই জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 905102661196976232

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item