নীলফামারী র্যাবের হাতে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী আটক
https://www.obolokon24.com/2017/09/rab.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১১ সেপ্টেম্বর॥
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা সদর উপজেলার কিছামত চড়াইখোলা (পুরাতন বাবড়ী ঝার) গ্রামের ওই দম্পক্তি বাড়ি হতে তাদের আটক করা হয়। এরা হলো আমিনুর রহমান (৫৪) ও মেহেরুন বেগম (৪২) । এ সময় তাদের কাছ হতে ৩০ পুড়িয়া গাঁজা ও সাড়ে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব সুত্র মতে উক্ত স্বামী স্ত্রী গোপনে দীর্ঘদিন হতে নিজ বাড়িতেই মাদকের ব্যবসা করে আসছিল। তাদের মাদক সহ আটকের পর মামলা সহ নীলফামারী থানায় সর্পোদ্দ করা হয়েছে। #
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা সদর উপজেলার কিছামত চড়াইখোলা (পুরাতন বাবড়ী ঝার) গ্রামের ওই দম্পক্তি বাড়ি হতে তাদের আটক করা হয়। এরা হলো আমিনুর রহমান (৫৪) ও মেহেরুন বেগম (৪২) । এ সময় তাদের কাছ হতে ৩০ পুড়িয়া গাঁজা ও সাড়ে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব সুত্র মতে উক্ত স্বামী স্ত্রী গোপনে দীর্ঘদিন হতে নিজ বাড়িতেই মাদকের ব্যবসা করে আসছিল। তাদের মাদক সহ আটকের পর মামলা সহ নীলফামারী থানায় সর্পোদ্দ করা হয়েছে। #