পঞ্চগড়ে গৃহবধুর রহস্য জনক মৃত্যু নিয়ে স্থানীয় কুচক্রী মহলের বানিজ্য

মো: সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কামারপাড়া গ্রামের গৃহবধুর রহস্য জনক মৃত্যু নিয়ে স্থানীয় কুচক্রী মহলের বানিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায় গত ০৪/০৯/২০১৭ইং (সোমবার) সকালে সাতমেরা ইউনিয়নে কামারপাড়া গ্রামের আনছারুল ইসলামের স্ত্রী তিন সন্তানের জননী গৃহবধু মিনা আক্তার স্বামীর সাথে অভিমান করে বাড়ী পূর্ব পার্শ্বে নদী সংলগ্ন গাছে ওরনা দিয়ে ফাঁস লাগায়। ফাঁস লাগানো অবস্থায় মৃত মিনা আক্তারের বাক প্রতিবন্দী কন্যা বৃষ্টি আক্তার (১২) দেখতে পেয়ে চিৎকার করলে আশে পাশের লোকজন সহ গলায় পেঁচানো ওড়না খুলে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মিনা আক্তার কে মৃত ঘোষনা করে। রহস্য জনক মৃত্যুর বিষয়টি পুলিশ প্রশাসন জানতে পারলে মিনা আক্তারের লাশ ময়না তদন্ত করে অভিভাবকের নিকটে হস্তান্তর করে। এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী মাহমুদা জানান মৃত মিনা আক্তারের কন্যা বৃষ্টি গাছে উঠে ফাঁস খুলেছে। লোকজন সহ আমি সাথে সাথে হাসপাতালে নিয়ে গেছি এবং প্রতিবশেী নজরুল, রহিমা, জাহিরুল, এবং মৃত মিনা আক্তারের চাচাতো ভাই জাহেদুল জানায় ঈদের নতুন শাড়ী না পেয়ে অভিমান করে মিনা আক্তার আত্মহত্যা করেছে। এছাড়াও প্রতক্ষ্যদর্শী কৃষক তৌহিদুল জানান আমি ঘটনাস্থলের কিছু দূরে ধান ক্ষেতে কাজ করছি এই সময় মিতার কন্যা বাক-প্রতিবন্ধী বৃষ্টির চিৎকারে আমি ঘটনাস্থলে গেলে দেখি মৃত মিনা আক্তার ওড়না দিয়ে গাছে ফাঁস লাগিয়েছে। এই রহস্য জনক মৃত্যু নিয়ে চলছে এক শ্রেণী মানুষের পূর্ব ক্ষোভের প্রতিশোধ আর বানিজ্য। কারো কারো কাছে অর্থের ও দাবী করেছে বলে জানা যায়। মৃত মিনা আক্তারের মা গত ০৭/০৯/২০১৭ইং তারিখে স্থানীয় প্রতিবেশীদের নাম সহ ৮ জনকে আসামী করে আমলী আদালত (১) পঞ্চগড়ে একটি হত্যা মামলা দাখিল করিলে আদালত মামলাটি প্রতিবেদনের জন্য পঞ্চগড় সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা কে র্নিদেশ দেন। এই বিষয়ে মৃত মিনা আক্তারের বড় ভাই মনিরুল ইসলাম জানায় আমার মা আমাদের না জানিয়ে অহেতুক প্রতিবেশীদের নাম দিয়ে আদালতে মামলা করেছে। তিনি বলেন আমার মা মানুষের ষড়যন্ত্রে পরে এই মামলাটি করেছে। তিনি আরো বলেন আনছারুলের জন্য আমরা বোন হারিয়েছি আমি আনছারুলের বিচার চাই। মৃত মিনা আক্তারের মায়ের সাথে কথা বলতে গেলে তাকে বাড়ীতে পাওয়া যায়নি। এই বিষয়ে স্থানীয় লোকজনের দাবী স্থানীয় কুচক্রি মহলের দ্বারা কোন নিরপরাধ মানুষ যেন হয়রানীর শিকার না হয়। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ জানান আদালতের নির্দেশ পেয়েছি যথা সময়ে প্রতিবেদন পাঠিয়ে দিব।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2589657398518410972

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item