পঞ্চগড়ে বড় দুই দলেই কোন্দল, প্রার্থীদের দৌড়ঝাঁপ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:

পঞ্চগড়ে বড় দুই দলেই কোন্দল ও গ্রুপিং সুযোগ নিতে মরিয়া নতুন প্রার্থীরা। চলছে গনসংযোগ ও প্রচারনা। পঞ্চগড়ের দুটি আসনে আওয়ামী লীগ-বিএনপিতে দন্দ-কোন্দল থাকলেও সম্ভাব্য প্রার্থীরা গনসংযোগ ও প্রচার প্রচারণা শুরু করেছেন। আগামী নির্বাচনে অনেকে মনোনয়ন পেতে লবিং গ্রুপিংও করছেন। প্রার্থীরা নিজেদের পরিচয় করাতে ও নেতাকর্মীদের পক্ষে আনতে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলেও যাতায়াত অব্যাহত রেখেছেন। ধীরে ধীরে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। মনোনয়ন প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানসহ সভা সমাবেশ ও উঠান বৈঠক শুরু করেছেন। ব্যানার, ফেস্টুন লিফলেট লাগিয়ে ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছেন। মনোনয়ন পেতে নতুন প্রার্থীরা শোডাউন করে নিয়মিত গণসংযোগ করে চলছেন। নতুন প্রার্থীরা চমক দেখাতে চেষ্টা করছেন। মাঝেমধ্যেই এলাকায় এসে নেতাকর্মী সমর্থকদের নিয়ে দৌড়ঝাঁপ করছেন। পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের পঞ্চগড় জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো: মনির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা নৌকার মাঝি হতে চান। এখন পর্যন্ত পঞ্চগড়- ১ আসনে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: মজাহারুল হক প্রধান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের পক্ষে নেতা কর্মীরা মতামত দিচ্ছেন, নেতাকর্মীরা জোটগত নয় দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবী করছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, জেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি, পঞ্চগড় পৌরসভার একাধিকবার নির্বাচিত মেয়র মো: তৌহিদুল ইসলাম মনোনয়ন চাইবেন। পঞ্চগড় পৌরসভার মেয়র মো: তৌহিদুল ইসলাম আটোয়ারী, তেতুঁলিয়া ও পঞ্চগড় সদর উপজেলায় বিভিন্ন সামাজিক ধর্মীয় ও দলীয় অনুষ্ঠানে প্রচারনা চালাচ্ছেন। পঞ্চগড়-১ আসনে বিএনপি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানান পঞ্চগড়ে এমন একজন সংসদ সদস্য চাই যে মানুষটির সাথে সরাসরি সহজেই সমস্যার কথা জানানো যায়। পঞ্চগড়-১ আসনের বর্তমান সংসদ জাসদের (নুরুল আম্বিয়া-নাজমুল হক) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কাছে মনোনয়ন চাইবেন। তবে জোট থেকে মনোনয়ন না পেলেও তিনি নিজ দলীয় ভাবে নির্বাচনে অংশ নেবেন। অপরদিকে ২০ দলীয় জোট থেকে এ আসনে জাতীয় গণতান্ত্রিক পাটির (জাগপা) সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের মেয়ে জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জুঁই মনোনয়ন চাইবেন। ব্যারিস্টার তাসমিয়া প্রধান জুঁই পঞ্চগড়-১ ও ২ আসনে খুব জোরে সোরে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী  জোটের প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক মনোনয়ন চাইবেন। জাতীয় পার্টি জোটগত ভাবে নির্বাচনে না আসলে তিনি জাতীয় পার্টির পক্ষে নির্বাচনে অংশ নেবেন। বিএনপি ও জামায়াত জোটবদ্ধভাবে নির্বাচন না হলে জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল খালেক স্বতন্ত্র প্রার্থী হবেন। বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসনে বর্তমান সংসদ সদস্য পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এ আসনে আওয়ামী লীগের একজন শক্তিশালী প্রার্থী। এছাড়া বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. মো: শাহজাহান মন্ডল, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক চিশতি ও মনোনয়ন চাইবেন। অপরদিকে বিএনপির সাবেক এমপি মরহুম মোজাহার হোসেন, এর মৃত্যুর পর গ্রহণযোগ্য প্রার্থী সংকটে পড়েছেন বিএনপি জোট তবে সাবেক এমপি মরহুম মজাহার হোসেনের সহধর্মিনী মোছা: নার্গিস আকতার মনোনয়ন চাইবেন। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে তিনি অংশগ্রহন করে প্রচারনা চালাচ্ছেন। এ আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ ও মনোনয়ন চাইবেন। আওয়ামী জোটের হয়ে প্রার্থিতা দাবি করবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বোদা মহিলা কলেজের অধ্যাপক এমরান আল আমিন। জোটের মনোনয়ন না পেলে জাসদের হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা সফিউল্লাহ সুফি জোটের পক্ষে মনোনয়ন চাইতে পারেন। 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8876275509699255303

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item