পঞ্চগড়ে ৮০ পিস ফেন্সিডিল উদ্ধার
https://www.obolokon24.com/2017/09/panchagar_20.html
মো: তোতা মিয়া, পঞ্চগড়:
পঞ্চগড়ে বুধবার দিবাগত রাতে ৮০ পিস ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। ঝলই বাজার ক্লাবের যুবকেরা এই ফেন্সিডিল উদ্ধারে সহায়তা করে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।এলাকাবাসী জানায়, পঞ্চগড় সদরের ঝলই বাজার এলাকায় বস্তায় করে ৮০ পিস ফেন্সিডিল নিয়ে আসার সময় ঝলই বাজার ক্লাবের যুবকেরা ব্যবসায়ী সমারুকে সন্দেহ করে বস্তা দেখতে চাইলে বস্তা রেখে সমারু পালিয়ে যায়। পরে যুবকরা সমারুর বস্তা খুলে দেখে ৮০ পিস ভারতীয় ফেন্সিডিল। তারপর যুবকরা ফেন্সিডিল গুলো ঝলই বাজার কমিটি অফিসে নিয়ে এসে থানায় খবর দিলে এস.আই মো: সাম্মির তার পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে বিষয়টির সত্যতা জেনে ফেন্সিডিল গুলো থানায় নিয়ে আসে। জানা যায় ঐ এলাকারী ভবেশের পুত্র সমারু সে মাদক স¤্রাট নামে পরিচিত তাকে অনেক বার পুলিশ আটক করে।সমারু জেল থেকে বেরিয়ে আবার শুরু করে তার মাদক ব্যবসা।
পঞ্চগড়ে বুধবার দিবাগত রাতে ৮০ পিস ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। ঝলই বাজার ক্লাবের যুবকেরা এই ফেন্সিডিল উদ্ধারে সহায়তা করে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।এলাকাবাসী জানায়, পঞ্চগড় সদরের ঝলই বাজার এলাকায় বস্তায় করে ৮০ পিস ফেন্সিডিল নিয়ে আসার সময় ঝলই বাজার ক্লাবের যুবকেরা ব্যবসায়ী সমারুকে সন্দেহ করে বস্তা দেখতে চাইলে বস্তা রেখে সমারু পালিয়ে যায়। পরে যুবকরা সমারুর বস্তা খুলে দেখে ৮০ পিস ভারতীয় ফেন্সিডিল। তারপর যুবকরা ফেন্সিডিল গুলো ঝলই বাজার কমিটি অফিসে নিয়ে এসে থানায় খবর দিলে এস.আই মো: সাম্মির তার পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে বিষয়টির সত্যতা জেনে ফেন্সিডিল গুলো থানায় নিয়ে আসে। জানা যায় ঐ এলাকারী ভবেশের পুত্র সমারু সে মাদক স¤্রাট নামে পরিচিত তাকে অনেক বার পুলিশ আটক করে।সমারু জেল থেকে বেরিয়ে আবার শুরু করে তার মাদক ব্যবসা।