পঞ্চগড়ে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
https://www.obolokon24.com/2017/09/panchagar_19.html
মো: তোতা মিয়া, পঞ্চগড়:
পঞ্চগড়ে ফেন্সিডিল সহ মো: জয়নাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃত জয়নাল একই জেলার বোদা উপজেলার কামাত কাজল দিঘী ইউনিয়নে নাজিম উদ্দীন এর ছেলে এবং টুনির হাট উত্তরা বেকারীতে দির্ঘদীন যাবত সংযুক্ত ভাবে কাজ করেন।।সোমবার বিকেলে উত্তরা বেকারীর কাভার্ড ভ্যান নিয়ে হাড়িভাসা থেকে আসার সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যান সহ মো: জয়নালকে ফেন্সিডিল সহ গ্রেফতার করে।পঞ্চগড় থানার এস.আই সামিদুল্লাহ হক সরকার জানান মো: জয়নালের কাছে ২ বোতল ফেন্সিডিল তার কাভার্ড ভ্যান পাওয়া গেছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে আরো কেউ জড়িত আছে কিনা তা এখনো খতিয়ে দেখা হয়নি।তাকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
পঞ্চগড়ে ফেন্সিডিল সহ মো: জয়নাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃত জয়নাল একই জেলার বোদা উপজেলার কামাত কাজল দিঘী ইউনিয়নে নাজিম উদ্দীন এর ছেলে এবং টুনির হাট উত্তরা বেকারীতে দির্ঘদীন যাবত সংযুক্ত ভাবে কাজ করেন।।সোমবার বিকেলে উত্তরা বেকারীর কাভার্ড ভ্যান নিয়ে হাড়িভাসা থেকে আসার সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যান সহ মো: জয়নালকে ফেন্সিডিল সহ গ্রেফতার করে।পঞ্চগড় থানার এস.আই সামিদুল্লাহ হক সরকার জানান মো: জয়নালের কাছে ২ বোতল ফেন্সিডিল তার কাভার্ড ভ্যান পাওয়া গেছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে আরো কেউ জড়িত আছে কিনা তা এখনো খতিয়ে দেখা হয়নি।তাকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।