পঞ্চগড় ওমরখানা ইউনিয়নে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে
https://www.obolokon24.com/2017/09/panchagar_12.html
মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় ওমরখানা কাজীরহাট ১নং ইউনিয়নে গোপনে বাল্য বিয়ে। সরেজমিনে গিয়ে দেখা গেছে মোঃ শফি মিয়ার ৭ম শ্রেণির স্কুল পড়–য়া মেয়ে মোছাঃ সুমি আক্তারকে তার বাবা মোঃ শফি মিয়া মেয়ের ইচ্ছার বিরুদ্ধে সুমিকে তার লেখা পড়া বাদ দিয়ে জোড় পূর্বক বাল্য বিয়ে দেয়। জানা গেছে সুমিকে স্থানীয় কাজীর দারা বিয়ে না দিয়ে গোপনে অন্যখানে নিয়ে গিয়ে সুমিকে বিয়ে দেয়।এ বিষয়ে ঐ এলাকার মেম্বার মোঃ কাবিলার সাথে কথা বললে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু জানি না। অথচ একই আঙ্গিনায় তাদের বসবাস। ওমরখানা চেয়ারম্যান মোঃ নুরুকে এ বিষয়ে অবগত করলে তিনি জানান আমাকে না বলে তারা গোপনে বাল্য বিয়ে দিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। তাছাড়াও আমাদেরকে না জানিয়ে গোপনে আরও অনেক অভিভাবকরা তাদের শিশু কন্যাকে গোপনে বিয়ে দিচ্ছে। আমরা পরে জানতে পারি কিন্তু, তখন আর করার কিছুই থাকে না।
পঞ্চগড় ওমরখানা কাজীরহাট ১নং ইউনিয়নে গোপনে বাল্য বিয়ে। সরেজমিনে গিয়ে দেখা গেছে মোঃ শফি মিয়ার ৭ম শ্রেণির স্কুল পড়–য়া মেয়ে মোছাঃ সুমি আক্তারকে তার বাবা মোঃ শফি মিয়া মেয়ের ইচ্ছার বিরুদ্ধে সুমিকে তার লেখা পড়া বাদ দিয়ে জোড় পূর্বক বাল্য বিয়ে দেয়। জানা গেছে সুমিকে স্থানীয় কাজীর দারা বিয়ে না দিয়ে গোপনে অন্যখানে নিয়ে গিয়ে সুমিকে বিয়ে দেয়।এ বিষয়ে ঐ এলাকার মেম্বার মোঃ কাবিলার সাথে কথা বললে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু জানি না। অথচ একই আঙ্গিনায় তাদের বসবাস। ওমরখানা চেয়ারম্যান মোঃ নুরুকে এ বিষয়ে অবগত করলে তিনি জানান আমাকে না বলে তারা গোপনে বাল্য বিয়ে দিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। তাছাড়াও আমাদেরকে না জানিয়ে গোপনে আরও অনেক অভিভাবকরা তাদের শিশু কন্যাকে গোপনে বিয়ে দিচ্ছে। আমরা পরে জানতে পারি কিন্তু, তখন আর করার কিছুই থাকে না।