পঞ্চগড় বাজার জামে মসজিদের ভিতরে শিশু হত্যার চেষ্টা
https://www.obolokon24.com/2017/09/panchagar.html
সাইদুজ্জামান রেজা পঞ্চগড় :- পঞ্চগড় বাজার জামে মসজিদের ভিতরে শিশু হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। পঞ্চগড় শহরস্থ রামের ডাংগা গ্রামের মামুনের পুত্র ইমাম (৭)কে সকাল ১১ টায় পঞ্চগড় বাজার জামে মসজিদের ভিতরে চারতলায় হত্যার চেষ্টা করে অজ্ঞাত পরিচয় ধারী ব্যাক্তি। শিশু টির চিৎকার করলে হত্যার চেষ্টা কারী অজ্ঞাত পরিচয় ধারী ব্যক্তি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেংগে রক্তাক্ত শিশু টিকে উদ্ধার করে।শিশু ইমান জানায় ঘটনার কিছু আগে সে বাড়ির সামনে দাড়িয়ে ছিল।এ সময় বন্ধুর মামার পরিচয় দিয়ে এক ব্যাক্তি তার সাথে ভাব জমায়।এক পর্যায়ে তাকে বাড়ি থেকে ১ কিঃমিঃ দুরে পঞ্চগড় বাজার জামে মসজিদের ভেতরে নিয়ে চারতলায় তুলে।সেখানে ধারালো অস্ত্র বের করে তাকে হত্যার চেষ্টা করলে সে চিৎকার দিয়ে উঠে।তার আত্মচিৎকারে অস্ত্রধারী পালিয়ে যায়।পঞ্চগড় সদর থানারভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন।