নীলফামারীতে গৃহবধু শিউলী আক্তারের মৃত্যু নিয়ে রহস্য

বিশেষ প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর॥
যৌতুকের কারনে দুই সন্তানের জননী গৃহবধু শিউলী আক্তারকে (৩০) পিটিয়ে হতা করেছে স্বামী ওবায়দুর রহমান ও তার পরিবারের সদস্যরা বলে অভিযোগ উঠেছে।
নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের দোলাপাড়া গ্রামের এই ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার মর্গে ময়না তদন্ত করেছে। এ ঘটনায় পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। অপর দিকে শিউলীর শ্বশুরবাড়ির লোকজন অভিযোগ করে জানায় শিউলি জন্ডিস রোগে আক্রান্ত হয়ে তার বাবার বাড়িতে মারা গেছে। ফলে শিউলীর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
শিউলী আক্তারের মা সেলিনা বেগম জানায়,  জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরপাড়া হাটখোলা গ্রামের আতিয়ার রহমানের মেয়ে শিউলী আক্তারের সঙ্গে উক্ত গ্রামের ছকিমুদ্দিনের ছেলে ওবায়দুর রহমানের বারো বছর আগে বিয়ে হয়। সম্প্রতিকালে ওবায়দুর বিয়ের সময় যৌতুকের বাকী ৭০ হাজার টাকা না পাওয়ায় সেই টাকা আদায়ে শিউলীর উপর শারিরিক নির্যাতন করে আসছিল। এমনকি কোরবানী ঈদের পরে গত ৭ সেপ্টেম্বর শিউলীকে বেধরক মারপিট করলে তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে ৯ সেপ্টেম্বর শিউলীকে আর মারপিট করবেনা মর্মে জানিয়ে তাকে নিজ বাড়িতে নিয়ে যায় স্বামী ওবায়দুর। হাসপাতালের হতে বাড়ি নিয়ে যাওয়ার ১৮ দিনের মাথায় গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় যৌতুকের ৭০ হাজার টাকার জন্য বেধরক মারপিট করলে শিউলী আক্তার গুরুত্ব আহত হয়।  এ অবস্থায় রাত নেমে আসলে স্বামী ওবায়দুর রহমান ও তার ছোট ভাই আবুল কামাল দুইজন মিলে শিউলী আক্তারকে আহত অবস্থায় মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে শিউলির বাবার বাড়ির অদুরে সড়কের ধারে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। এলাকাবাসী তা দেখতে পেয়ে  বাড়িতে খবর দেয়। তারা স্থায়ীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করার সময় শিউলী মৃত্যুর মুখে ঢলে পড়ে। এরপর  পুলিশ খবর পেয়ে সেখান হতে মরদেহ উদ্ধার করে।
অপর দিকে শিউলী আক্তারের শ্বশুড় ছকিমুদ্দিন সাংবাদিকদের জানায়, তার পুত্রবধু শিউলী বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তাকে আমি নিজেই গত ৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাই। দুই দিন পর শিউলি হাসপাতাল হতে তার বাবার বাড়ি চলে যায়। সেখানে তার জন্ডিস ধরা পড়ে। তারা সেখানে পল্লী চিকিৎসক আবুল হোসেনের কাছে চিকিৎসা করায়। ওই অবস্থায় তার পুত্রবধু তার বাবার বাড়িতেই গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে মারা যায়। এখন তারা ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করছে।
নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার বলেন, এ ঘটনায় শিউলী আক্তারের ছোট ভাই আসাদুজ্জামান সুজন বাদী হয়ে শিউলীর স্বামী ওবায়দুর রহমান সহ ১১ জনকে আসামী করে হত্যার একটি লিখিত অভিযোগ থানায় দিয়েছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় আমরা এটি জিডি করে তদন্ত করছি। এরমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য শিউলী আক্তারের স্বামীর বড় ভাই মাজেদুল ইসলামের স্ত্রী জহুরা বেগমকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 1480142399344549271

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item