নীলফামারীতে অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২০ সেপ্টেম্বর॥
নীলফামারী জেলা সদরের চড়াইখোলা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিমের অপসারণের দাবীতে মানববন্ধন করেছেন বিক্ষুদ্ধ অবিভাবকরা।
আজ বুধবার দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী প্রতিষ্ঠানের সামনে অবিভাবক ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসুচীর আয়োজন করা হয়। অধ্যক্ষকে অযোগ্য হিসেবে  তার অপসারণ দাবী করা হয় মানববন্ধন কর্মসুচীতে।
সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন তোফাজ্জল হোসেন তারেক, মিজানুর রহমান চৌধুরী বসুনিয়া, আসাদুজ্জামান সাজু, প্রাক্তন শিক্ষক আফসার আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, চলতি বছরের ২৮মার্চ অধ্যক্ষ নিজের স্বার্থ হাসিলের জন্য অভিভাবক এবং স্থানীয়দের না জানিয়ে গোপনে গভর্নিং বডি গঠন করে। ওই কমিটিতে দাতা সদস্য হিসেবে মাসুম রানা সরকার নামে যাকে রেখেছে তিনি নিয়ম অনুসারে আসেনা। আমরা তাকে মানি না। এছাড়া অধ্যক্ষের নিয়োগ বৈধভাবে হয়নি বলেও অভিযোগ করেন তারা।
অভিভাবক আমজাদ হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, অধ্যক্ষ আব্দুর রহিম মাসুম রানাকে অবৈধ পন্থায় কমিটিতে রেখেছেন। তার দ্বারা নিয়োগ বাণিজ্য করছেন। প্রতিষ্ঠানটি ধংস করছেন এই অধ্যক্ষ।
এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুর রহিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, গোপনে কমিটি করা হয়নি। সবাইকে জানিয়ে প্রক্রিয়া অনুসরণ করে গঠন করা হয়েছে।
একটি মহলের স্বার্থ হাসিল না হওয়ায় বিভিন্ন ভাবে উঠেপড়ে লেগেছে। প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। #

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4958519929883216017

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item