রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১১ সেপ্টেম্বর॥
মায়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ সোমবার দুপুরে শহরের স্টেডিয়াম সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গি মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মাওলানা মো. আব্দুস সামাদ।
বক্তব্য দেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক ইসমাইল রিয়াজী, জষ্ঠ সহ সভাপতি ইয়াসিন আলী, জেলা যুব আন্দোলনের সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি এস.এম আনিছুর রহমান প্রমুখ।
বক্তারা রোহিঙ্গা মুসলিমদের নাগরিত্ব প্রদানসহ উগ্রবাদী বৌদ্ধ ও সামরিক বাহিনীর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদ জানানো হয়।

এদিকে কিশোরীগঞ্জ প্রতিনিধি শামীম হোসেন বাবু জানান, মায়ানমারে সন্ত্রাসী কর্তৃক রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে আজ সোমবার দুপুরে গণ মিছিল করেছে মুসলিম জনতা কিশোরীগঞ্জ শাখা।
কিশোরীগঞ্জ বাজারস্থ্য বায়তুন্নুর জামে মসজিদের সামনে থেকে দুই শতাধিক মুসলিম এ গণ মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কিশোরীগঞ্জ মুন্সিপাড়া মোড়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা মুসলিম জনতার আহবায়ক আবু তাহেরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শিব্বির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ওয়লামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আফজালুল হক, মুসলিম জনতার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল ইসলাম বাবু, সমাজ সেবক এ কে এম তাজুল ইসলাম ডালিম, কিশোরীগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী গেনেট বাবু, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ সহিদুল ইসলাম প্রমূখ। #

পুরোনো সংবাদ

নীলফামারী 2402245048418468794

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item