নীলফামারীতে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৫ সেপ্টেম্বর॥
পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে নীলফামারী পরিবহন চালক এবং হেলপারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় স্থানীয় বাস টার্মিনাল মাঠ প্রাঙ্গনে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে ও পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং কমিটি সহযোগীতায় এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান।
এসময় জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী এসএম সফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার  (হেডকোয়াটার) আলতাফ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর নূর হায়দার তালুকদার,  জেলা ট্রাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভপতি গোলাম রহমান ডালু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান রকিবুদ্দৌলা জকি প্রমুখ।
বক্তারা চালক-হেলপারদের প্রতি যাত্রী হয়রানি বন্ধ করে যাত্রীসেবার মান বৃদ্ধি এবং বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
ট্রাফিক সার্জেন্ট জ্যোতির্ময় রায় জানান, সড়কে দূর্ঘটনা রোধে জেলা পুলিশের আয়োজনে পরিবহন চালক ও সহকারীদের নিয়ে এক দিন করে দুটি ব্যাচে দুই দিনের ওই বাস্তব প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রতিটি ব্যাচে অংশগ্রহনকারীর সংখ্যা ৩০ জন করে। প্রথমদিন কর্মশালা শেষে দুপুরে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 6531886803713473901

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item