নীলফামারীতে দশটি বিদ্যালয়ে বাদ্যযন্ত্র বিতরণ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৬ সেপ্টেম্বর॥
নীলফামারী জেলার ১০ মাধ্যমিক বিদ্যালয়ে সংস্কৃতিক মন্ত্রনালয়ের উদ্যোগে বাদ্যযন্ত্র হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে এক অনুষ্ঠানে এসব বাদ্যযন্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুল হাসান চৌধুরী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরিফুজ্জামান আরিফ, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহের বানু, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আব্দুল বারী, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক প্রমুখ।
অনুষ্ঠানে জেলা সদরের চারটি মাধ্যমিক বিদ্যালয়ে ওই বাদ্যযন্ত্র প্রদান করা হয়।
জেলা কালচারাল অফিসার আরিফুজ্জামান আরিফ জানান, জেলা সদরে চারটি, ডোমারে দুটি, জলঢাকায় দুটি এবং কিশোরীগঞ্জের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে একটি হারমোনিয়াম ও একসেট তবলা বিতরণ করা হয়েছে সংস্কৃতিক মন্ত্রনালয়ের উদ্যোগে।
তিনি বলেন, ওই বিদ্যালয়গুলোতে নির্বাচিত একজন করে শিক্ষক ও অপর একজন প্রশিক্ষক সপ্তাহে একদিন করে বাদ্যযন্ত্র বাজানোর প্রশিক্ষণ প্রদান করবেন শিক্ষার্থীদের। এজন্য শিল্পকলা থেকে সম্মানি ভাতা পাবেন তারা।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4258490019624885714

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item