নীলফামারীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৮ সেপ্টেম্বর॥
নীলফামারীতে এক এনজিওকর্মীর বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের নটখানা গ্রামের ওই ঘটনায় শিশুটির মা রাতে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিশুটিকে ওইদিন বিকেলে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের ভর্তি করা হয়েছে।
হয়রানির শিকার শিশুটির মা অভিযোগ করে জানান, তার মেয়ে নটখানা গ্রামে ব্র্যাক পরিচালিত শিশু বিকাশ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ওই বিদ্যালয়ে পাঠদান চলছিল। এ সময় ওই বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড ¯পনসারশিপ প্রোগ্রামের ফ্যাসিলেটর একই গ্রামের বীরেন দাসের ছেলে নিবারণ দাস (৩৫) তার মেয়েকে তাদের ওয়ার্ল্ড ভিশনের একটি চিঠির জবাব লেখার কথা বলে বিদ্যালয় থেকে ডেকে নিয়ে যায়। এরপর  বিদ্যালয়সংলগ্ন একটি ফাঁকা বাড়িতে নিয়ে যৌন হয়রানি করে।
শিশুটির মা আরও জানান, নিবারণ দাস বাইসাইকেলে নিজে দুপুর দেড়টার দিকে তার মেয়ে বাড়িতে রেখে যায়। এ সময় তার মেয়ে এসে তাকে বিষয়টি জানায় এবং অসুস্থতা বোধ করলে তাকে বিকেল ৩টার দিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রবিবার রাতেই নিবারণ দাসের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।
যৌন হয়রানির শিকার  শিশুটি জানায়, নিবারণ স্যার তাকে স্কুলের পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তার কাপড় খুলে অত্যাচার করে। নির্যাতনের পর বিষয়টি কাউকে না বলতে বলে ওই শিক্ষক।এর আগে নিবারণ স্যার স্কুলে এসে তাকে বলেন, "ওয়ার্ল্ড ভিশন থেকে আমার নামে একটি চিঠি এসেছে, ওই চিঠির উত্তর আমাকে নিজ হাতে লিখে পাঠাতে হবে, বলে আমাকে স্কুল থেকে ডেকে নিয়ে যায়।
র্ব্যাক পরিচালিত ওই শিশু বিকাশ বিদ্যালয়ের শিক্ষক মিনতি রানী জানান, দুপুর ১২টার দিকে ওয়ার্ল্ড ভিশনের ফ্যাসিলেটর নিবারণ দাস ওয়ার্ল্ড ভিশনের একটি চিঠির জবাব লেখার কথা বলে মেয়েটিকে স্কুল থেকে ডেকে নিয়ে যৌন হয়রানি ঘটায়। এদিকে, অভিযুক্ত নিবারণ দাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে ঘটনাটিকে চক্রান্ত বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সামিউল ইসলাম জানান, যৌন হয়রানির অভিযোগে সাত বছর বয়সী শিশুটিকে গতকাল রবিবার বিকেলে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের অধিনে তার প্রয়োজনীয় চিকিৎসা শেষে আজ সোমবার সকালে শিশুকে হাসপাতাল হতে রিলিজ প্রদান করা হয়।  "
নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার বলেন, "শিশুটির মা রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন, সেটি  মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। তবে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী জেলা শাখার ব্যবস্থাপক বিমল জেমস কস্ত বলেন, "নিবারণ দাস উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি পর্যায়ে চাইল্ড ¯পনসারশিপ প্রোগ্রামে ভোলান্টিয়ার হিসেবে কাজ করছেন। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর বিষয়টির তদন্ত চলছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8378157096142681488

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item