কবি মনজিল মুরাদ লাভলু অসুস্থ্য ।দোয়া কামনা ।
https://www.obolokon24.com/2017/09/lovelu.html
# বিশিষ্ট কবি জাতীয় কবিতা পরিষদ বিভাগীয় শাখা রংপুরের সাধারণ সম্পাদকও সংগঠক লায়ন মনজিল মুরাদ লাভলু পিত্তথলী পাথর ও ইনফেকশন এবং প্রদাহে আক্রান্ত হয়ে সার্জারী বিশেষজ্ঞ ডা. শাহীনুল ইসলামের চিকিৎসাধীন আছেন । গতকাল বিকেলে হঠাৎ তিনি অসুস্থ্য হয়ে পড়েন । তাঁর পরিবারের পক্ষ থেকে আশু রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে ।