মোবাইলে প্রেম- অতঃপর

মামুনুর রশিদ মেরাজুল ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ

রাজশাহীর চারঘাট থেকে পীরগঞ্জের এক মেয়েকে ভুল নম্বরে মিসকল দিয়ে মোবাইলে কথোপকথনের একপর্যায়ে শুরু হয় প্রেম। তারপর প্রেমের টানে পীরগঞ্জে প্রেমিকার বাড়িতে ছুটে আসা প্রেমিককে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দেয়া হয়েছে। উপজেলার বড়দরগাহ্ ইউনিয়নের দানিয়ালেরপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, রাজশাহীর চারঘাট উপজেলার ভায়া লক্ষিপুর গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে ১ সন্তানের জনক সাদেকুল হক ওরফে সজীব (২৪) ৬ মাস পূর্বে পীরগঞ্জের দানিয়ালেরপাড়ার আব্দুর ছাত্তার মিয়ার ষোড়শী কন্যা ছালমা খাতুন কে মোবাইলে মিসকল দেয়। এ নিয়ে তাদের মধ্যে মোবাইলে দিনের পর দিন কথোপকথন থেকে প্রেমের সম্পর্ক গড়ে। সেই প্রেমের টানেই প্রেমিক সজীব গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে প্রেমিকা ছালমার বাড়িতে ছুটে আসে। ছালমার পরিবার জানতে পারে সজীব ভ্যানচালক এবং ১ সন্তানের জনক। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওই প্রেমিককে উত্তম-মধ্যম দিয়ে ওই রাতেই পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে। পরে পুলিশ ওই প্রেমিককে তার পরিবারের জিম্মায় দেয়। ওই তদন্ত কেন্দ্রের দারোগা তাজ উদ্দিন বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে আমি দায়িত্ব পালন করা অবস্থায় কথিত প্রেমিককে বড়দরগাহ ইউপির চেয়ারম্যান নুরুল হকের মাধ্যমে আমার কাছে হস্তান্তর করলে তাকে তদন্ত কেন্দ্রে নিয়ে আসি। তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুশান্ত কুমার সরকার জানান, বাদীপক্ষ তাদের অভিযোগ না থাকার কথা লিখিতভাবে জানালে আমরা ছেলে পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে কথিত প্রেমিককে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 3298808233084610579

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item