জলঢাকায় বাংলাদেশ টুডে পত্রিকার পক্ষ থেকে ৪শত বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রান বিতরণ
https://www.obolokon24.com/2017/09/jaldhaka_6.html
মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় ঈদ উপলক্ষে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ টুডে পত্রিকার সম্পাদক ও ঢাকা বিশ্ব বিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবায়ের আলম সুমন। বুধবার দুপুরে তার গ্রামের বাড়ী বিন্যাকুড়িতে বাংলাদেশ টুডের সৌজন্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ শত পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিন্যাকুড়ি এলাকার সমাজসেবক সফিকুল ইসলাম দোয়ানী, অহিদল ইসলাম ,জোবায়ের পত্নী মারজান জেনিফা, বাংলাদেশ টুডে'র জলঢাকা প্রতিনিধি হাফিজুর রহমান ও টিটুল ইসলাম প্রমুখ। সম্পাদক জোবায়ের আলম সুমন বলেন, অতীতের রেকর্ড ভঙ্গ করেছে এবারের বন্যা। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাড়াতে এই প্রয়াস। নিরাশ হবার কিছু নেই, বিপদ কেটে গেছে এখন উঠে দাড়াতে হবে।