জলঢাকা কেন্দ্রীয় মন্দিরে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে শুরু হল সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রানের উৎসব শারদীয় দুর্গাপূজা
https://www.obolokon24.com/2017/09/jaldhaka_26.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলন, মন্দির প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও স্বেচ্ছাসেবক দেরকে বস্ত্র প্রদানের মধ্য দিয়ে জলঢাকা উপজেলায় শুরু হল বাঙ্গালী ও বাঙ্গালী সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব শারদীয় দুর্গা পূজা।
নীলফামারীর জলঢাকায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে উপজেলা পুজা উদযাপন কমিটির কেন্দ্রীয় মন্দিরে মঙ্গল দ্বীপ প্রজ্জলনের মধ্য দিয়ে গোটা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উৎসবের শুভ সুচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি বাবু দীপেন্দ্রনাথ সরকার। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জলঢাকা উপজেলা শাখার সাধারন সম্পাদক বাবু অনিল রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম গোলাম রব্বানী , সহকারী অধ্যাপক হেরেম্ব কুমার রায়, প্রভাষক গনেশ চন্দ্র রায়, প্রভাষক প্রকাশ চন্দ্র রায়, মর্তুজা ইসলাম, শিমূল চন্দ্র রায়, শিপেন চন্দ্র সেন, অবসর প্রাপ্ত শিক্ষক সুরেশ চন্দ্র রায় প্রমুখ।
উল্লেখ্য যে,সামাজিক অনেক হিতোকর কাজের স্বীকৃতি স্বরূপ উপজেলা নির্বাহী অফিসার জনাব রাশেদুল হক প্রধান ও অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানকে মন্দিরের স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে "গার্ড অফ অনার"প্রদা