জলঢাকায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি'র মুল্যায়ন পরীক্ষা অনু্ষ্ঠিত
https://www.obolokon24.com/2017/09/jaldhaka_24.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায়
পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি'র বার্ষিক মুল্যায়ন পরীক্ষা অনু্ষ্ঠিত হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ের সেকেণ্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যাণ্ড
অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এর সহযোগিতায় উপজেলার ৭২ টি
স্কুল মাদরাসায় একযোগে পরীক্ষা অনু্ষ্ঠিত হয়। আজ রবিবার দুপুরে সদ্য
জাতীয়করণ কৃত জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনু্ষ্ঠিত মুল্যায়ন
পরীক্ষা পরিদর্শন করেন সেকায়েপ এর প্রকিউরমেন অফিসার রাশেদ মিয়া । এসময়
উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রধান
শিক্ষক আমিনুর রহমান বিএসসি, সেকায়েপ প্রোগাম অফিসার মারুফ খান , সহকারী
প্রধান শিক্ষক পাপড়ি ও শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। এবারের মুল্যায়ন
পরীক্ষায় ৭২ টি স্কুল মাদরাসায় ১৩ হাজার ৭ শত ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ
করছে।