জলঢাকায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় রবিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পুর্নাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ৫% বার্ষিক প্রবৃদ্ধিসহ নন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীগনকে এমপিওভুক্ত করনের দাবীতে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়। উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে স্হানীয় জিরোপয়েন্ট মোড়ে দুই ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগন। উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সেক্রেটারি নুরুজ্জামান হকের সভাপতিত্বে বক্তব্য  রাখেন অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, প্রধান শিক্ষক মহসিন আলী, সহকারী অধ্যাপক ময়নুল হক, হামিদুর হক, সহকারী প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় ও প্রভাষক অবিনাশ রায় প্রমুখ। এসময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক আ স ম ফরিদ উল হাসান, জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম ওয়ারেছ আলী, গুলমুণ্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, দেলোওয়ার হোসেন চৌধুরী দাখিল মাদরাসার সুপার মাওলানা ইছাহাক, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রচার সম্পাদক ও কাজিরহাট পণ্হাপাড়া আদর্শ আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মর্তুজা ইসলাম, হারুন অর রশীদ ও ভাবনচুর মরাতিস্তা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর মোহাম্মদ নাছিম মিলন বিএসসি প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে উল্লেখিত দাবীগুলো মেনে নেওয়ার আহবান জানান সরকারের প্রতি।অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক সাখাওয়াত হোসেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2886968326972485856

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item