উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন জলঢাকা অফিসে নতুন ম্যানেজারের যোগদান
https://www.obolokon24.com/2017/09/jaldhaka_11.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় উপজেলা
শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ জলঢাকা অফিসে নতুন ম্যানেজার হিসেবে
যোগদান করেছে আলতাব হোসেন। সোমবার দুপুরে সমিতির চেয়ারম্যান প্রভাষক
সেলিমুর রহমানের হাতে যোগদানপত্র তুলে দেন। এসময় উপস্হিত ছিলেন সমিতির
ভাইসচেয়ারম্যান মর্তুজা ইসলাম, সেক্রেটারি শামীম নেওয়াজ হাফিজ, ট্রেজারার
অনিল রায়, ডিরেক্টর শাহ আলম চৌধুরী স্বাধীন ও দিনো বন্ধু অধিকারী, প্রোগাম
অফিসার মাইদুল ইসলাম ও আবুল আজাদ প্রমুখ। নতুন ম্যানেজার আলতাব হোসেন
সমিতির কাজে সকলের সহযোগিতা কামনা করেন।