সুন্দরগঞ্জে জলাশয়ের বিশেষ অংশ জবরদখল
https://www.obolokon24.com/2017/09/gaibandha_27.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের ছাগলকাটি ছিদারের কুড়া নামক জলাশয়ের বিশেষ অংশ জবরদখল করে ঘিড়ে নিয়েছে প্রভাবশালীরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারী খাস খতিয়ান ভুক্ত ৯ একর ২১শতক জায়গা জমি বিশিষ্ট ছাগলকাটি ছিদারের কুড়া নামক জলাশয়টি ত্রি-বার্ষিক মেয়াদে লীজ নিয়ে প্রথম বারের মতো মাছ চাষ করছে বাজারপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লি:। এদিকে,জনৈক আলহাজ্ব সাহাব উদ্দিনের নেতৃত্বে একটি মহল বানা দিয়ে লীজকৃত ঐ জলাশয়ের বিশেষ অংশ ঘিরে নিয়ে জলাশয়ের পরিধি কমিয়ে নিয়েছে। একই সঙ্গে ঐ অংশের মাছগুলো জবরদখলে নেয়ায় লীজ গ্রহীতা সমিটতিটিকে লোকসানের হিসেব গুণতে হচ্ছে বলে বাজারপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি- নূর মোহাম্মদ ও ফজলুর রহমান জানান। এব্যাপারে সহারী কমিশনার (ভূমি)- সামিউল আমিন বলেন, বিষয়টি এখনো কেউ জানাননি। জানালে ব্যবস্থা নেয়া হবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের ছাগলকাটি ছিদারের কুড়া নামক জলাশয়ের বিশেষ অংশ জবরদখল করে ঘিড়ে নিয়েছে প্রভাবশালীরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারী খাস খতিয়ান ভুক্ত ৯ একর ২১শতক জায়গা জমি বিশিষ্ট ছাগলকাটি ছিদারের কুড়া নামক জলাশয়টি ত্রি-বার্ষিক মেয়াদে লীজ নিয়ে প্রথম বারের মতো মাছ চাষ করছে বাজারপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লি:। এদিকে,জনৈক আলহাজ্ব সাহাব উদ্দিনের নেতৃত্বে একটি মহল বানা দিয়ে লীজকৃত ঐ জলাশয়ের বিশেষ অংশ ঘিরে নিয়ে জলাশয়ের পরিধি কমিয়ে নিয়েছে। একই সঙ্গে ঐ অংশের মাছগুলো জবরদখলে নেয়ায় লীজ গ্রহীতা সমিটতিটিকে লোকসানের হিসেব গুণতে হচ্ছে বলে বাজারপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি- নূর মোহাম্মদ ও ফজলুর রহমান জানান। এব্যাপারে সহারী কমিশনার (ভূমি)- সামিউল আমিন বলেন, বিষয়টি এখনো কেউ জানাননি। জানালে ব্যবস্থা নেয়া হবে।