ডোমারে পাষন্ড পিতার আঘাতে সপ্নার চোখ নষ্ট!!

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে পাষন্ড পিতার আঘাতে শিশু কন্যা সপ্না (৭)র একটি চোখ নষ্ট। সন্তানের চিকিৎসার জন্য সহযোগীতা চেয়েছেন শিশুটির মা। ঘটনার বিবরনে জানাযায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের কাজীফার্ম এলাকার মোকছেদ আলীর ছেলে শফিকুল ইসলামের সাথে গত ০৫/০৫/২০১০ সালে বোড়াগাড়ী ইউনিয়নের শিমুলতলী রেলঘুন্টি পাড়ার ভ্যান চালক সহিদুলের কন্যা শরিফা খাতুনের বিয়ে হয়। সংসার জীবনে তারা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। শফিকুল রিক্সা চালোনোর কাজে ঢাকা শহরে গেলে সেখানে আরেকটি নতুন বিয়ে করে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হয়। সপ্নার বয়স যখন ৫ বছর তার পাষন্ড পিতা ঝগড়ার ফাঁকে স্ত্রীর পাশাপাশী শিশু সপ্নার চোখে লাঠি দিয়ে আঘাত করে এবং তাদের রেখে পালিয়ে যায়। শশুর বাড়ীর লোকজন সপ্না ও তার মাকে বাড়ী থেকে বের করে দেয়। সেই থেকে সপ্না ও তার মা নানা সহিদুলের বাড়ীতে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে। অপর দিকে সপ্নার চোখের যন্ত্রনা বাড়তে থাকে। এদিকে ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও রংপুর আই কেয়ার চক্ষু হাসপাতালে সপ্নার চিকিৎসা চালায়। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা করাতে না পারায় ধিরে ধিরে তার চোখটি বড় আকার ধারণ করে এবং তা নষ্ট হয়ে যায়। চোখের যন্ত্রনায় সপ্না দিনে রাতে চিৎকার করতে থাকে। সপ্নার মা শরিফা বেগম জানান, ডাক্তার বলেছে চোখটি কেটে ফেলতে হবে নইলে ক্যান্সার হতে পারে। অপর দিকে নীলফামারী নালিশি আদালতে ১১/০৬/১৭ তারিখে পাষন্ড স্বামীর বিরুদ্ধে ১১(খ)/৩০ ধারায় মামলা দায়ের করে। একদিকে মামলার খরচ ও কন্যার চিকিৎসা করাতে পারছে না তারা। বড় মনের মানুষের কাছে কন্যার চোখের চিকিৎসার জন্য ব্যাক্তিগত বিকাশ-০১৭৮৮-১৭১৪৩৬ নম্বরে সহায়তা দানে অনুরোধ করেছেন অসহায় সপ্নার মা শরিফা বেগম।

পুরোনো সংবাদ

নীলফামারী 3921998243605773733

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item