ডোমারের কেতকীবাড়িতে ৩ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা
https://www.obolokon24.com/2017/09/domar_76.html
নীলফামারীর ডোমারে অভাবের তারণায় এক গৃহবধু আতœহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চাঁন্দখানা শান্তিপাড়া গ্রামে।
সরেজমিনে জানাগেছে, উক্ত গ্রামের দিন মুজুর সুরুজ্জামান ধুদুুর স্ত্রী তিন সন্তানের জননী বিউটি বেগম (২৮) সংসারে নানা অভাব অনটনে অতিষ্ট হয়ে গত মঙ্গলবার সন্ধায় সকলের অগচরে কিটনাষক পান করে। পরে আশংকাজনক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। বেকার স্বামীর আয় রোজগার নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া লাগতো বলে প্রতিবেশীরা জানান।চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই জাহাঙ্গীর আলম লাশের সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় বিউটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।