জাতীয়করনের দাবীতে ডোমারে বে-সরকারী শিক্ষকদের মানববন্ধন
https://www.obolokon24.com/2017/09/domar_62.html
আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-
ঃ বে-সরকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দের ৫% প্রবৃদ্ধি ,১০০% উৎসবভাতা,উচ্চতর স্কেল,বৈশাখী ভাতা প্রদানসহ জাতীয়করনের দাবীতে নীলফামারীর ডোমার রেলগেট এলাকায় আজ রবিবার সকাল সাড়ে ১১টায় মানববন্ধন করেছে ডোমার উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের ব্যানারে শিক্ষকবৃন্দু ।এতে বক্তব্য দেন ডোমার উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের উপধ্যক্ষ শাহাজাহান সরকার বুলু, সহ-সভাপতি আব্দুল মালেক,সাধারন সম্পাদক ও পাংগা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনী কান্ত রায়, সাংগঠনিক সম্পাদক ও সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম, ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক রবিউল আলম প্রমুখ ।
ঃ বে-সরকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দের ৫% প্রবৃদ্ধি ,১০০% উৎসবভাতা,উচ্চতর স্কেল,বৈশাখী ভাতা প্রদানসহ জাতীয়করনের দাবীতে নীলফামারীর ডোমার রেলগেট এলাকায় আজ রবিবার সকাল সাড়ে ১১টায় মানববন্ধন করেছে ডোমার উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের ব্যানারে শিক্ষকবৃন্দু ।এতে বক্তব্য দেন ডোমার উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের উপধ্যক্ষ শাহাজাহান সরকার বুলু, সহ-সভাপতি আব্দুল মালেক,সাধারন সম্পাদক ও পাংগা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনী কান্ত রায়, সাংগঠনিক সম্পাদক ও সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম, ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক রবিউল আলম প্রমুখ ।