ডোমারে বিবর্তন নাট্য গোষ্ঠি ও আইমান আরশ ইথিকার ঈদ উপহার বিতরণ
https://www.obolokon24.com/2017/09/domar_14.html
নীলফামারী ডোমারে বিবর্তন নাট্য গোষ্ঠি ও “আইমান আরশ ইথিকা” মানবিক সাহায্য সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১সেপ্টেম্বর শুক্রবার সকালে ডোমার সাহা পাড়ায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুর রউফ মাশরাফির সভাপতিত্বে অতিথি হিসাবে কমরেড মফিজার রহমান দুলাল, আতিয়ার রহমান, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষিকা বাছেরা বেগম দিপা, পুতুল মাশরাফি, সার্প রাইট হিউম্যান রাইট প্রটেকশন কমিটির উপজেলা শাখার আহবায়ক নারী নেত্রী তৈহিদা জ্যোতি, সংগঠনের সাধারণ সম্পাদক প্রিন্স চাকলাদার প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রায় শতাধীর ব্যাক্তিকে ঈদ উপহার হিসাবে চাউল বিতরন করা হয়।