ডোমারে দলিত কমিউনিটি স্বার্থ সুরক্ষা এডভোকেসী প্লাটফর্ম কমিটি গঠন।
https://www.obolokon24.com/2017/09/domar_13.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে দলিত কমিউনিটি স্বার্থ সুরক্ষা উপজেলা এডভোকেসী প্লাটফর্ম কমিটি গঠন করা হয়েছে। নেটওয়াকিং ফর ইনক্লুশান এন্ড এমপাওয়ারমেন্ট অফ দলিত’স এন্ড আদিবাসী’জ ইন দি নর্থ-ওয়েস্ট অব বাংলাদেশ প্রকল্প আয়োজিত। ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় ডোমার সার্প প্রকল্প অফিসে রহমুদা খানম মিসু’র সভাপতিত্বে প্রকল্পের এডভোকেসী অফিসার পাপন কুমার সরকার, সার্প রাইটস প্রকল্পের এডভোকেসী অফিসার নাজমা বেগম, সার্প রাইট হিউম্যান রাইট প্রটেকশন কমিটির উপজেলা আহবায়ক তৌহিদা জ্যোতির, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নেত্রী জেইজী নাজনীন মাশরাফী নীনা, সাবেক ইউপি সদস্য রৌশন কানিজ, সাংবাদিক আনিছুর রহমান মানিক, সার্পে’র কমিউনিটি অর্গানাইজার মোজাফ্ফর আলী, ইসমাইল হাসান সানি, দূর্যোগ মোকাবেলা কমিটির সভানেত্রী সনিতা রানী বাশফোঁর, জেলে পাড়া কমিটির সম্পাদক সাগরিকা রানী প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে তৌহিদা জ্যোতিকে সভাপতি ও অনিল বাশফোঁরকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে দলিত জনগোষ্ঠীর ৯ জন ও সুশিল সমাজের ৬ জনকে অন্তরভুক্ত করা হয়। নব-গঠিত কমিটির শপথ বাক্য পাঠ শেষে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান অতিথিগণ।