ডোমারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে ত্রান বিতরণ
https://www.obolokon24.com/2017/09/domar.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন। ৩১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় সার্প রাইটস প্রকল্প জমিদারপাড়া ঠাকুরগাঁও এর উদ্যোগে ডোমার উপজেলা অফিসে সার্প রাইট হিউম্যান রাইট প্রটেকশন কমিটির ডোমার উপজেলা শাখার আহবায়ক তৌহিদা জ্যোতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু। সার্প রাইটস প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার নাজমা বেগম, সাংবাদিক আনিছুর রহমান মানিক, সার্পে’র কমিউনিটি অর্গানাইজার মোজাফ্ফর আলী, ইসমাইল হাসান, দূর্যোগ মোকাবেলা কমিটির সভানেত্রী অনিতা রানী বাশফোঁর প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সেখানে হরিজন সম্প্রদায়ের ১৫ জন ও প্রতিবেশী ৫জন মোট ২০ জনের মাঝে ওয়াশ প্যাকেজ সাবান, ফিটকিরি, স্যানেটারী ন্যাপটিন, ডেটল, ডিটারজেন পাউডার বিতরন করা হয়। সার্পে’র এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দলিত ও হরিজন নেতারা।
নীলফামারী ডোমারে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন। ৩১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় সার্প রাইটস প্রকল্প জমিদারপাড়া ঠাকুরগাঁও এর উদ্যোগে ডোমার উপজেলা অফিসে সার্প রাইট হিউম্যান রাইট প্রটেকশন কমিটির ডোমার উপজেলা শাখার আহবায়ক তৌহিদা জ্যোতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু। সার্প রাইটস প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার নাজমা বেগম, সাংবাদিক আনিছুর রহমান মানিক, সার্পে’র কমিউনিটি অর্গানাইজার মোজাফ্ফর আলী, ইসমাইল হাসান, দূর্যোগ মোকাবেলা কমিটির সভানেত্রী অনিতা রানী বাশফোঁর প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সেখানে হরিজন সম্প্রদায়ের ১৫ জন ও প্রতিবেশী ৫জন মোট ২০ জনের মাঝে ওয়াশ প্যাকেজ সাবান, ফিটকিরি, স্যানেটারী ন্যাপটিন, ডেটল, ডিটারজেন পাউডার বিতরন করা হয়। সার্পে’র এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দলিত ও হরিজন নেতারা।