পঞ্চগড়ে সত্য স্বপ্নে কুকুর কামড়িয়ে পায় ক্ষত করার দাবী এক গৃহ বধুর
https://www.obolokon24.com/2017/09/dog.html
মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে সত্য স্বপ্নে কুকুর কামড়িয়ে পায় ক্ষত করার দাবী করেছে এক গৃহ বধু।পঞ্চগড় ৬নং হাড়িভাষা ইউনিয়নের বনগ্রাম এলাকার মোছাঃ রেহেনা বেগম(৪০), নামে ওই গৃহবধু জানায়,গতকাল রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় রেহেনা দেখেন হঠাৎ তাকে ৩টি কুকুর রাস্তা রোধ করে তাকে কামড় দেয়। রেহেনা বেগম কুকুরের কামড়ে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে বসলে তার স্বামী মোঃ বাবুল হোসেন জেগে বলেন কি হয়েছে? রেহেনা বেগম হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন আমাকে কুকুর কামড়িয়েছে। মোঃ বাবুল হোসেন বলেন, দেখি কোথায় কামড়িয়েছে। তখন রেহেনা বেগম তার পায়ের হাঁটুর নিচে কাপড় উঠালে দেখে কুকুড় কামড়ানোর ক্ষত স্থান দিয়ে ছর ছর করে রক্ত বের হচ্ছে। এ কথা শুনে বাড়ির সকলে চিল্লা চিল্লি শুরু করলে আশে পাশের প্রতিবেশীরা তাকে দেখতে আসে। বিষয়টি অলৌকিক ভেবে কথাটি এলাকার মানুষের মুখে ছড়িয়ে পড়ে। রেহেনা বেগমকে দ্রুত কবিরাজ এর কাছে নিয়ে গেলে স্থানীয় কবিরাজ তাকে কুকুর কামড়ানোর চিকিৎসা প্রদান করে। বর্তমানে রেহেনা বেগম সুস্থ আছেন।তবে বিষয়টির কোন বৈজ্ঞানিক কিংবা ধর্মীয় ব্যাখ্যা কেউ দিতে পারেননি।
পঞ্চগড়ে সত্য স্বপ্নে কুকুর কামড়িয়ে পায় ক্ষত করার দাবী করেছে এক গৃহ বধু।পঞ্চগড় ৬নং হাড়িভাষা ইউনিয়নের বনগ্রাম এলাকার মোছাঃ রেহেনা বেগম(৪০), নামে ওই গৃহবধু জানায়,গতকাল রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় রেহেনা দেখেন হঠাৎ তাকে ৩টি কুকুর রাস্তা রোধ করে তাকে কামড় দেয়। রেহেনা বেগম কুকুরের কামড়ে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে বসলে তার স্বামী মোঃ বাবুল হোসেন জেগে বলেন কি হয়েছে? রেহেনা বেগম হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন আমাকে কুকুর কামড়িয়েছে। মোঃ বাবুল হোসেন বলেন, দেখি কোথায় কামড়িয়েছে। তখন রেহেনা বেগম তার পায়ের হাঁটুর নিচে কাপড় উঠালে দেখে কুকুড় কামড়ানোর ক্ষত স্থান দিয়ে ছর ছর করে রক্ত বের হচ্ছে। এ কথা শুনে বাড়ির সকলে চিল্লা চিল্লি শুরু করলে আশে পাশের প্রতিবেশীরা তাকে দেখতে আসে। বিষয়টি অলৌকিক ভেবে কথাটি এলাকার মানুষের মুখে ছড়িয়ে পড়ে। রেহেনা বেগমকে দ্রুত কবিরাজ এর কাছে নিয়ে গেলে স্থানীয় কবিরাজ তাকে কুকুর কামড়ানোর চিকিৎসা প্রদান করে। বর্তমানে রেহেনা বেগম সুস্থ আছেন।তবে বিষয়টির কোন বৈজ্ঞানিক কিংবা ধর্মীয় ব্যাখ্যা কেউ দিতে পারেননি।