এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী চাকরি বঞ্চিতদের অবিলম্বে নিয়োগের দাবীতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি ॥
এনটিআরসিএ কর্তৃক (১-১২তম) নিবন্ধনধারী চাকরি বঞ্চিতদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়ভাবে মেধা তালিকা তৈরি করে অবিলম্বে নিয়োগের দাবীতে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ১০ সেপ্টেম্বর রোববার সকালে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বৃহত্তর দিনাজপুর ও রংপুর অঞ্চলের শিক্ষক নিবন্ধিত চাকুরি বঞ্চিত সংগ্রাম কমিটি এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধনে অংশ নেন, সংগ্রাম কমিটির সভাপতি ও ১২তম নিবন্ধনধারী নাজমুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী, প্রচার সম্পাদক মোঃ আরিফুর রহমান, কেন্দ্রীয় মহাঐক্য পরিষদের জেলা প্রতিনিধি মোঃ এমদাদ আলী, সদস্য মোঃ হান্নান মিয়া প্রমূখ। বৃহত্তর দিনাজপুর ও রংপুর অঞ্চলের প্রচুর সংখ্যক চাকুরী বঞ্চিত এনটিআরসিএ নিবন্ধনপ্রাপ্ত প্রার্থী এতে যোগ দেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রত্যেক শিক্ষক নিবন্ধিত বৈধ সনদধারীদের নিয়োগ প্রদান করতে হবে। এক্ষেত্রে উপজেলা কোটা পদ্ধতি থাকা চলবে না। অবিলম্বে এ কোটা পদ্ধতি বাতিল করতে হবে। সেই সাথে জাতীয়ভাবে মেধা তালিকা তৈরী করে অনতিবিলম্বে নিয়োগ দিতে হবে। বক্তারা আরও বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইতোমধ্যে কিছু জাল ও ভূয়া সনদধারী চাকুরী করতে শুরু করেছেন। যা দুঃখজনক। এই জাল ও ভূয়া সনদধারীদের চিহ্নিত করে সরকারি অর্থ ফেরতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার নিবন্ধনের মেয়াদ করে নিবন্ধনধারীদের হয়রানী করছে। তাই নিবন্ধনের মেয়াদ, সকল নিবন্ধনধারীর নিয়োগ ও এমপিওভূক্ত না হওয়া পর্যন্ত বহাল রাখতে হবে। বক্তারা বলেন, প্রত্যেক নিবন্ধন সনদধারীর নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আর কোন পরীক্ষা যাতে না হয়, সে ব্যবস্থা সরকারকে করতে হবে। পাশাপাশি জাতীয়ভাবে মেধা তালিকা করে বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরসহ অনলাইনে প্রকাশের ব্যবস্থা করতে হবে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 774750369277709079

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item