দিনাজপুরে রোহিঙ্গা নির্যাতন প্রতিরোধ কমিটির মানববন্ধন

মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি ॥
মিনায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বরোচিত হামলা ও  নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে রোহিঙ্গা নির্যাতন প্রতিরোধ কমিটি দিনাজপুর। রোববার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে সংগঠনিটি এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন রোহিঙ্গা নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক এ্যাডভোকেট মো. জুলফিকার হোসেন, সদস্য সচিব একেএম ফরহাদ নওশাদ, যুগ্ম আহবায়ক মো. মিলন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মীর তৌহিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জেলা যুব সংহতির সহ-সভাপতি মোঃ শামীম হোসেন, প্রতিরোধ কমিটির সদস্য মো. মাসুদ রানা সাগর, মো. মোর্শেদ, মো. শামিম, মো. লিটন, হানিফ, আবুল কালাম, আবুল কাশেম প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদ না করলে একদিন আমাদেরকেও এই ভয়াবহ পরিস্থিতির সম্মূখিন হতে হবে। তাই সময় থাকতে আমাদেরকে মানবতার পক্ষে, নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের পক্ষে দাড়াতে হবে। সকলে মিলে এই বর্বরোচিত গণহত্যা ও হামলার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। এই হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের জন্য মিয়ানমার সরকারের প্রতি দাবী জানান।

পুরোনো সংবাদ

দিনাজপুর 1317767051460278556

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item