দিনাজপুরে ইয়াবা-ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

আব্দুস সাত্তার, দিনাজপুর ॥
দিনাজপুরে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার রাতে ৩টি স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১৩ এর উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি আভিযানিক দল মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন নওপাড়া গ্রামস্থ মৃত রিয়াজ উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই এলাকার মোঃ দিদার হোসেনের স্ত্রী মাদক ব্যবসায়ী মোছাঃ হামিদা বিবি (৫০) এবং একই এলাকার মোঃ আলমের স্ত্রী মোছাঃ শহর বানু (৪০) কে আটক করেন। এদিকে ২০ সেপ্টেম্বর বুধবার রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্ব মোহনপুর গ্রামস্থ জনৈক আছমা বেগম, স্বামী-মোঃ সুজন’র বাড়িতে অভিযান চালিয়ে মোঃ বাবুল আক্তারের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই দিনে শহরের উত্তর বালুবাড়ী এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ২নং গেটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৮০ পিস ইয়াবাসহ ধরনী চন্দ্র দাসের পুত্র মাদক ব্যবসায়ী প্রসেনজিৎ চন্দ্র দাস (২৫) কে আটক করে র‌্যাব। পরে আটককৃত সকলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় যথাযথ আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে র‌্যাব জানিয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 3165718607396354848

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item