ফুলবাড়ীতে সাপের বিষসহ আটক ১
https://www.obolokon24.com/2017/09/dinajpur_21.html
মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের বিষসহ মোর্শেদুর রহমান (৩৮) কে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
২০ সেপ্টম্বর বুধবার ফুলবাড়ী থেকে ঢাকা যাওয়ার সময় সন্ধা ৬টায় স্থানীয় হানিফ কাউন্টার থেকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিবের নের্তৃত্বে এসআই শাহ আলম ও এসআই নুরুজ্জামানসহ একদল পুলিশ মোর্শেদুর রহমান (৩৮) কে ৩ প্যাকেট সাপের বিষসহ আটক করে। উদ্ধারকৃত স্যাম্পল সাপের বিষের মূল্য ৯০ হাজার টাকা বলে থানা পুলিশ জানায়।
আটককৃত মোর্শেদুর রহমান বগুড়া জেলার গাবতলী উপজেলার চককাতুলী গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ফুলবাড়ী থানায় মামলা হয়েছে। যার মামলা নং ২০। তারিখ ২০/৯/২০১৭ইং।
দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের বিষসহ মোর্শেদুর রহমান (৩৮) কে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
২০ সেপ্টম্বর বুধবার ফুলবাড়ী থেকে ঢাকা যাওয়ার সময় সন্ধা ৬টায় স্থানীয় হানিফ কাউন্টার থেকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিবের নের্তৃত্বে এসআই শাহ আলম ও এসআই নুরুজ্জামানসহ একদল পুলিশ মোর্শেদুর রহমান (৩৮) কে ৩ প্যাকেট সাপের বিষসহ আটক করে। উদ্ধারকৃত স্যাম্পল সাপের বিষের মূল্য ৯০ হাজার টাকা বলে থানা পুলিশ জানায়।
আটককৃত মোর্শেদুর রহমান বগুড়া জেলার গাবতলী উপজেলার চককাতুলী গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ফুলবাড়ী থানায় মামলা হয়েছে। যার মামলা নং ২০। তারিখ ২০/৯/২০১৭ইং।