বিপিএলের প্লেয়ার্স ড্রাফট-এক নজরে দলগুলোর পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা
https://www.obolokon24.com/2017/09/bpl.html
ডেস্ক-
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। শনিবার হোটেল রেডিসন ব্লুর বলরুমে সবগুলো ফ্রাঞ্চাইজির প্রতিনিধিরা প্লেয়ার্স ড্রাফটে অংশ নেন। আইকন প্লেয়ার ও আগেরবারের তারকাদের অনেক দল ধরে রাখায় প্লেয়ার্স ড্রাফটে মূল নজর ছিলো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দিকে। লটারিতে আগে নাম ওঠায় শুরুতেই দ্য ফিজকে দলে নেয় রাজশাহী কিংস।
শুরুতে আইকন প্লেয়ার হিসেবে বরিশাল বুলসে ছিলেন মোস্তাফিজ। কিন্তু ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় এবারের আসর থেকে বাদ দেওয়া হয় বরিশালের ফ্রাঞ্চাইজিকে। ফলে ড্রাফটের জন্য উন্মুক্ত হয়ে যান এই বিস্ময় পেসার। গতবার বরিশালে খেলা শাহরিয়ার নাফীসকে এবার দলে নিয়েছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সেই খেলবেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এক মৌসুম পর আবার অলক কাপালীকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ঢাকা ডায়নামাইটস:
আইকন: সাকিব আল হাসান
নতুন খেলোয়াড়: জহুরুল ইসলাম, আবু হায়দার রনি, সাকলাইন সজিব, নাদিফ চৌধুরী, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম।
স্থানীয়দের রাখা হয়েছে: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহিদ ও মেহেদী মারুফ।
বিদেশী (ড্রাফ্টের আগে বাছাইকৃত): কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদি, ইভিন লুইস, কেভন কুপার, রনসফোর্ড বিটন, সুনিল নারাইন, রভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট ও গ্রায়েম ক্রেমার।
বিদেশী নতুন খেলোয়াড়: আকিল হোসেন, জো ডেনলি।
চিটাগং ভাইকিংস:
আইকন: সৌম্য সরকার
নতুন খেলোয়াড়: সানজামুল ইসলাম, আল আমিন হোসেন (অলরাউন্ডার), আলাউদ্দিন বাবু, তানবির হায়দার, ইরফান শুক্কুর, নাইম হাসান, ইয়াসির আরাফাত।
স্থানীয়দের রাখা হয়েছে: তাসকিন আহমেদ, সুবশী রাজ ও আনামুল হক।
বিদেশী (ড্রাফ্টের আগেই বাছাইকৃত): লুক রনচি, লিয়াম ডওসন, জীবন মেন্ডিস, জেরমেইন ব্ল্যাকউড এবং সিকান্দার রাজা।
বিদেশী নতুন খেলোয়াড়: নাজিবুল্লাহ জাদরান, লুইস রিকি।
রাজশাহী কিংস:
আইকন: মুশফিকুর রহিম
নতুন খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদউজ্জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাইম ইসলাম জুনিয়র, কাজি অনিক।
স্থানীয়দের রাখা: মমিনুল হক, ফরহাদ রেজা ও মেহেদী হাসান।
বিদেশী (ড্রাফ্টের আগেই বাছাইকৃত): লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, মালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি ও জেমস ফ্রাঙ্কলিন।
বিদেশী নতুন খেলোয়াড়: উসামা মির, রাজা আলি দার।
সিলেট সিক্সার্স:
আইকন: সাব্বির রহমান
নতুন খেলোয়াড়: শুভজিত হোম, আবুল হাসান রাজু, নাবিল সামাদ, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শারিফুল্লাহ।
স্থানীয়দের রাখা হয়েছে: নাসির হোসেন, নুরুল হাসান ও তাইজুল ইসলাম।
বিদেশী (ড্রাফ্টের আগেই বাছাইকৃত): দসুন শানাকা, ওয়েনদু হাসারঙ্গা, লিয়াম প্ল্যাংকেট, রস হোয়াইটলি, উসমান খান শিনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্তোকি, আন্দ্রে ম্যাকার্থি এবং ডেভি জ্যাকবস।
বিদেশী নতুন খেলোয়াড়: চাতুরাঙ্গা ডি সিলভা, গুলাম মুদাসসার।
খুলনা টাইটান্স:
আইকন: মাহমুদুল্লাহ
নতুন খেলোয়াড়: আবু জয়দে রাহি, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, ইয়াসির আলি, ইমরান আলি, মুক্তার আলি, সাইফ হাসান, ধিমান ঘোষ।
স্থানীয়দের রাখা: শফিউল ইসলাম, মোশাররফ হোসেন ও আরিফুল হক।
বিদেশী (ড্রাফ্টের আগেই বাছাইকৃত): জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সিকুগে প্রসন্ন, বেনি হাওল, দাইদ মালান, রিলি রসু, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট এবং চ্যাডউইক ওয়ালটন।
বিদেশী নতুন খেলোয়াড়: শিহান জয়সুরিয়া, জোফরা আর্চার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
আইকন: তামিম ইকবাল
নতুন খেলোয়াড়: আরাফাত সানি, আল আমিন (পেসার), অলক কাপালি, মেহেদী হাসান, এনামুল হক, মেহেদী রানা, রকিবুল হাসান।
স্থানীয়দের রাখা: ইমরুল কায়েস, লিটন কুমার এবং মোহাম্মদ সাইফুদ্দিন।
বিদেশী (ড্রাফ্টের আগেই বাছাইকৃত): মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, জস বাটলার, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী ও রশিদ খান।
বিদেশী নতুন খেলোয়াড়: রুম্মান রাইস, সোলেমান মিরে।
রংপুর রাইডার্স:
আইকন: মাশরাফি বিন মুর্তজা
নতুন খেলোয়াড়: শাহরিয়ার নাফীস, নাজমুল হাসান অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, নাহিদুল ইসলাম, ইলিয়াস সানি।
স্থানীয়রা হলেন: মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন ও সোহাগ গাজী।
বিদেশী (ড্রাফ্টের আগেই বাছাইকৃত): রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরার, কুল পেরেল, অ্যাডাম লাইট এবং ক্রিস গেইল।
বিদেশী নতুন খেলোয়াড়: সেম হেইন, সামিউল্লাহ শিনওয়ারি, জহির খান (আফগানিস্থান)
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। শনিবার হোটেল রেডিসন ব্লুর বলরুমে সবগুলো ফ্রাঞ্চাইজির প্রতিনিধিরা প্লেয়ার্স ড্রাফটে অংশ নেন। আইকন প্লেয়ার ও আগেরবারের তারকাদের অনেক দল ধরে রাখায় প্লেয়ার্স ড্রাফটে মূল নজর ছিলো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দিকে। লটারিতে আগে নাম ওঠায় শুরুতেই দ্য ফিজকে দলে নেয় রাজশাহী কিংস।
শুরুতে আইকন প্লেয়ার হিসেবে বরিশাল বুলসে ছিলেন মোস্তাফিজ। কিন্তু ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় এবারের আসর থেকে বাদ দেওয়া হয় বরিশালের ফ্রাঞ্চাইজিকে। ফলে ড্রাফটের জন্য উন্মুক্ত হয়ে যান এই বিস্ময় পেসার। গতবার বরিশালে খেলা শাহরিয়ার নাফীসকে এবার দলে নিয়েছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সেই খেলবেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এক মৌসুম পর আবার অলক কাপালীকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ঢাকা ডায়নামাইটস:
আইকন: সাকিব আল হাসান
নতুন খেলোয়াড়: জহুরুল ইসলাম, আবু হায়দার রনি, সাকলাইন সজিব, নাদিফ চৌধুরী, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম।
স্থানীয়দের রাখা হয়েছে: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহিদ ও মেহেদী মারুফ।
বিদেশী (ড্রাফ্টের আগে বাছাইকৃত): কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদি, ইভিন লুইস, কেভন কুপার, রনসফোর্ড বিটন, সুনিল নারাইন, রভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট ও গ্রায়েম ক্রেমার।
বিদেশী নতুন খেলোয়াড়: আকিল হোসেন, জো ডেনলি।
চিটাগং ভাইকিংস:
আইকন: সৌম্য সরকার
নতুন খেলোয়াড়: সানজামুল ইসলাম, আল আমিন হোসেন (অলরাউন্ডার), আলাউদ্দিন বাবু, তানবির হায়দার, ইরফান শুক্কুর, নাইম হাসান, ইয়াসির আরাফাত।
স্থানীয়দের রাখা হয়েছে: তাসকিন আহমেদ, সুবশী রাজ ও আনামুল হক।
বিদেশী (ড্রাফ্টের আগেই বাছাইকৃত): লুক রনচি, লিয়াম ডওসন, জীবন মেন্ডিস, জেরমেইন ব্ল্যাকউড এবং সিকান্দার রাজা।
বিদেশী নতুন খেলোয়াড়: নাজিবুল্লাহ জাদরান, লুইস রিকি।
রাজশাহী কিংস:
আইকন: মুশফিকুর রহিম
নতুন খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদউজ্জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাইম ইসলাম জুনিয়র, কাজি অনিক।
স্থানীয়দের রাখা: মমিনুল হক, ফরহাদ রেজা ও মেহেদী হাসান।
বিদেশী (ড্রাফ্টের আগেই বাছাইকৃত): লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, মালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি ও জেমস ফ্রাঙ্কলিন।
বিদেশী নতুন খেলোয়াড়: উসামা মির, রাজা আলি দার।
সিলেট সিক্সার্স:
আইকন: সাব্বির রহমান
নতুন খেলোয়াড়: শুভজিত হোম, আবুল হাসান রাজু, নাবিল সামাদ, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শারিফুল্লাহ।
স্থানীয়দের রাখা হয়েছে: নাসির হোসেন, নুরুল হাসান ও তাইজুল ইসলাম।
বিদেশী (ড্রাফ্টের আগেই বাছাইকৃত): দসুন শানাকা, ওয়েনদু হাসারঙ্গা, লিয়াম প্ল্যাংকেট, রস হোয়াইটলি, উসমান খান শিনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্তোকি, আন্দ্রে ম্যাকার্থি এবং ডেভি জ্যাকবস।
বিদেশী নতুন খেলোয়াড়: চাতুরাঙ্গা ডি সিলভা, গুলাম মুদাসসার।
খুলনা টাইটান্স:
আইকন: মাহমুদুল্লাহ
নতুন খেলোয়াড়: আবু জয়দে রাহি, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, ইয়াসির আলি, ইমরান আলি, মুক্তার আলি, সাইফ হাসান, ধিমান ঘোষ।
স্থানীয়দের রাখা: শফিউল ইসলাম, মোশাররফ হোসেন ও আরিফুল হক।
বিদেশী (ড্রাফ্টের আগেই বাছাইকৃত): জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সিকুগে প্রসন্ন, বেনি হাওল, দাইদ মালান, রিলি রসু, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট এবং চ্যাডউইক ওয়ালটন।
বিদেশী নতুন খেলোয়াড়: শিহান জয়সুরিয়া, জোফরা আর্চার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
আইকন: তামিম ইকবাল
নতুন খেলোয়াড়: আরাফাত সানি, আল আমিন (পেসার), অলক কাপালি, মেহেদী হাসান, এনামুল হক, মেহেদী রানা, রকিবুল হাসান।
স্থানীয়দের রাখা: ইমরুল কায়েস, লিটন কুমার এবং মোহাম্মদ সাইফুদ্দিন।
বিদেশী (ড্রাফ্টের আগেই বাছাইকৃত): মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, জস বাটলার, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী ও রশিদ খান।
বিদেশী নতুন খেলোয়াড়: রুম্মান রাইস, সোলেমান মিরে।
রংপুর রাইডার্স:
আইকন: মাশরাফি বিন মুর্তজা
নতুন খেলোয়াড়: শাহরিয়ার নাফীস, নাজমুল হাসান অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, নাহিদুল ইসলাম, ইলিয়াস সানি।
স্থানীয়রা হলেন: মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন ও সোহাগ গাজী।
বিদেশী (ড্রাফ্টের আগেই বাছাইকৃত): রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরার, কুল পেরেল, অ্যাডাম লাইট এবং ক্রিস গেইল।
বিদেশী নতুন খেলোয়াড়: সেম হেইন, সামিউল্লাহ শিনওয়ারি, জহির খান (আফগানিস্থান)