প্রতি পর্বে সালমান খানের পারিশ্রমিক ১১ কোটি টাকা!
https://www.obolokon24.com/2017/09/big-boss.html
ডেস্ক-
বিগ বস এবং সালমান খান। অনুষ্ঠানের একাদশ সিজন নিয়ে দুই-ই ফিরছে নতুন মোড়কে। অক্টোবর থেকেই শুরু হবে সম্প্রচার। কারা কারা বিগ বস হাউজের অতিথি হবেন, বা আর কী চমক থাকবে এ বারের সিজনে- এ নিয়ে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই সালমানের ফ্যানেদের কাছেও ভাইজানকে ফের এই জনপ্রিয় শো-এ সঞ্চালক হিসেবে পাওয়ার সুযোগও থাকছে।
অতিথিরা তো ওই হাউজে থাকার এবং খেলার জন্য বড় রকমের অর্থ পাবেনই। কিন্তু আপনি কি জানেন, এ বারের প্রতিটা এপিসোডের জন্য সালমান কত টাকা নিচ্ছেন?
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এ বারের প্রতিটি পর্বের জন্য সালমান নাকি নিচ্ছেন ১১ কোটি টাকা!
হ্যাঁ, টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে ওঠার মতোই। গতবারের পারিশ্রমিককেও ছাপিয়ে গিয়েছে এই বছরের পারিশ্রমিক। গত বছর বিগ বসে সঞ্চালনার জন্য সালমান খান এপিসোড পিছু ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
নিন্দুকেরা আবার এ নিয়ে মস্করা করতেও ছাড়েননি। কেউ কেউ বলছেন, সিজন ১১-এ ১১ কোটি। তবে কি সিজন ১২-তে ১২ কোটি? পরের সিজনগুলিতে এ ভাবেই কি পারিশ্রমিক নেবেন সালমান? কে জানে...
বিগ বস এবং সালমান খান। অনুষ্ঠানের একাদশ সিজন নিয়ে দুই-ই ফিরছে নতুন মোড়কে। অক্টোবর থেকেই শুরু হবে সম্প্রচার। কারা কারা বিগ বস হাউজের অতিথি হবেন, বা আর কী চমক থাকবে এ বারের সিজনে- এ নিয়ে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই সালমানের ফ্যানেদের কাছেও ভাইজানকে ফের এই জনপ্রিয় শো-এ সঞ্চালক হিসেবে পাওয়ার সুযোগও থাকছে।
অতিথিরা তো ওই হাউজে থাকার এবং খেলার জন্য বড় রকমের অর্থ পাবেনই। কিন্তু আপনি কি জানেন, এ বারের প্রতিটা এপিসোডের জন্য সালমান কত টাকা নিচ্ছেন?
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এ বারের প্রতিটি পর্বের জন্য সালমান নাকি নিচ্ছেন ১১ কোটি টাকা!
হ্যাঁ, টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে ওঠার মতোই। গতবারের পারিশ্রমিককেও ছাপিয়ে গিয়েছে এই বছরের পারিশ্রমিক। গত বছর বিগ বসে সঞ্চালনার জন্য সালমান খান এপিসোড পিছু ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
নিন্দুকেরা আবার এ নিয়ে মস্করা করতেও ছাড়েননি। কেউ কেউ বলছেন, সিজন ১১-এ ১১ কোটি। তবে কি সিজন ১২-তে ১২ কোটি? পরের সিজনগুলিতে এ ভাবেই কি পারিশ্রমিক নেবেন সালমান? কে জানে...