রোহিঙ্গা ইস্যুতেও কূটনৈতিকভাবে সরকার সফল- সংস্কৃতিমন্ত্রী নুর

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৬ সেপ্টেম্বর॥
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বঙ্গবন্ধু কন্যা বিশ্বের কাছে নন্দিত নেত্রী হিসেবে চিহিৃত হয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভূমিকার কারণে জাতিসংঘও মিয়ানমারকে চাপে রেখেছে। সরকার কূটনৈতিকভাবে সফল হয়েছে।
উত্তরাঞ্চলে সাম্প্রতিককালের বন্যাকে স্মরণকালের উল্লে¬খ করে আসাদুজ্জামান নূর বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন জননেত্রী শেখ হাসিনার সরকার। এ ছাড়া প্রধান মন্ত্রীর আহবানে অনেক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রামনগর চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণকালে এ মন্তব্য করেন আসাদুজ্জামান নূর এমপি। পাঁচ হাজার বন্যার্তের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরনের আয়োজন  করে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড (এবি ব্যাংক)।
ত্রান বিতরন অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমান চৌধুরীও বক্তব্য দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মাহবুব-ই-সোবহান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানূর রহমান প্রমুখ।
এবি ব্যাংক সুত্র জানায়, নীলফামারী সদর উপজেলার রামনগর, খোকশাবাড়ি, গোড়গ্রাম, চাপড়া সরমজানী ও পঞ্চপুকুর ইউনিয়নের প্রতিটিতে এক হাজার করে মোট পাঁচ হাজার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তাদের প্রতিজনকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও আধা লিটার সোয়াবিন তেল প্রদান করা হয়েছে।
এদিকে সংস্কৃতিমন্ত্রী বিকালে জেলা প্রশাসনের কার্যালয়ে শিক্ষা বিষয়ক এক সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7374877763286064361

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item