রাণীশংকৈলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫

সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে ১৫ আগস্ট, মঙ্গলবার বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে আওয়ামীলীগের আলোচনা সভায় যোগ দিতে যাওয়ার সময় উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত ও লাঞ্ছিত হয়। আহতরা হলেন- ছাত্রলীগ যুগ্ম আহবায়ক সাদিদ হোসেন, যুগ্ম আহবায়ক রাকিব হোসেন, যুগ্ম আহবায়ক তারেক আজিজ, যুগ্ম আহবায়ক প্রসেনজিত দাস ও সাংবাদিক এস কে সুজন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।  
প্রত্যক্ষদর্শীদের মতে, ১৫ আগস্ট, বিকেল ৪ টার দিকে উপজেলা আ’লীগ আয়োজিত রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোড়ে জাতীয় শোক দিবস পালনে উপজেলা ছাত্রলীগের নবগঠিত ও জেলা কমিটি কর্তৃক অনুমোদিত আহবায়ক কমিটির সদস্য ও সমর্থকরা ব্যানার সহ সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় শিমুল তলার সামনে রাস্তায় কমিটির বিরোধীতাকারি ছাত্রলীগ সদস্যরা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব বসাক বুলু, নূর আলম, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তামীম হোসেন, আতিকুর রহমান টিটু, ফারুক, হেলাল ও ভক্ত বসাকের নেতৃত্বে কমিটির সদস্যদের বাধা দেয় ও হামলা চালায়। এ সময় বিরোধীরা কমিটির সদস্য ও অন্যান্যদের বেধড়ক মারপিট করে ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ছিনিয়ে নেয়। ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলেও, এ সংবাদ লেখা পর্যন্ত শহরে উভয়পক্ষে টান টান উত্তেজনা বিরাজ করছিল। অপর দিকে চৌরাস্তা মোড়ে আ’লীগের সভা চলছিল।  

পুরোনো সংবাদ

নির্বাচিত 3087691202757059021

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item