হরিপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিয়ের দাবি

জে. ইতি হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের খগেন চন্দ্র  এর মেয়ে দিনাজপুর সরকারি কলেজের অনার্স পড়–য়া ছাত্রী ডলি ভৌমিক এর সঙ্গে আমগাঁও কালচা গ্রামের মৃত ডিজেন্দ্র নাথ ভৌমিকের ছেলে জয়নন্দ ডিগ্রী কলেজের প্রভাষক নিমায় চন্দ্র ভৌমিক এর সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রেমের সস্পর্ক ছিল। ডলি ভৌমিক বরাত দিয়ে জানা জায়, বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে জানা অজানা জায়গায় দৈহিক সম্পর্ক কয়েক বার হয়। ডলি ভৌমিক আরো বলেন, আমি তাকে বিয়ের চাপ দিলে আজ নয় কাল এভাবে সময় পার করেন নিমায় চন্দ্র। আসলেই সে ভিতরে ভিতরে অন্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছেন আজকে নিমায় চন্দ্রের আশির্বাদ। আমি তার সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে, সে আমাকে অনেক টাকা পয়সা ও হুমকি প্রদর্শন করে। অনেক বোঝানোর পর শেষে মেশে তিনি আমাকে বলেন, ইচ্ছার বিরুদ্ধে তার বড় ভাই বিয়ে দিচ্ছে তাই তুমি বাড়িতে আসো তার কথা মতো আজ সকালে তাদের বাড়িতে আসি। আমাকে দেখতে পেয়ে সে পালিয়ে যায়। বাড়ির লোকজন ঘরে ঢুকতে না দেওয়ায় আমি বাড়ির বাহিরে অবস্থান করছি। ডলি ভৌমিক তার বিয়ের দাবিতে আজ সকাল ৭ টা সময় থেকে সারা দিন অবস্থান করছেন। নিমায় চন্দ্র ভৌমিকের পরিবারের  লোকজন ডলি ভৌমিককে টেনেহেচরে অটো-বাইকে করে যাদুরানী হাটে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। নিমায় চন্দ্রের বড় ভাই মহেন্দ্র চন্দ্র ২ দিন আগে ডলি ভৌমিকের বাসায় গিয়ে তার বাবাকে হুমকি দিয়ে বলেন তোমার মেয়ের সঙ্গে আমার ছোট ভাই এর যা কিছু ঘটেছে সব কিছুই ভুলে যেতে হবে। আমি কয়েক লক্ষ টাকা দিচ্ছি ডলিকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিবে বেশি বাড়াবাড়ী করবেনা। এই বিষয়ে, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বলেন, স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করতে হবে। নিমায় চন্দ্র ভৌমিকের বড় ভাই ঘটনাটি অস্বীকার করে মুঠো ফোনে বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা সাজানো একটি নাটক। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানায়।   

পুরোনো সংবাদ

নির্বাচিত 3902598181963798224

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item