ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তিনি‌ধি-
সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক ।

রবিবার দুপুর ৩টার দিকে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার এ ঘটনা ঘটে।  

আহত শাকিল আহমেদ (২৪) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার স্টাফ রিপোর্টার জুনাইদ কবির (২৩)।

আহত দুই সাংবাদিক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

হাসপাতালের চিকিৎসক নিশা আক্তার রূপা বলেন, আহত দুই সাংবাদিকের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের দুই জনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিডিনিউজের সাংবাদিক শাকিল আহমেদ বলেন, রবিবার দুপুরে “রেডক্রিসেন্ট” জেলার হরিপুর উপজেলার আটঘুরিয়া গ্রামে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করছিলেন। এ খবর সংগ্রহ করতে গিয়ে রানীশংকৈল উপজেলার নেকমরদ হাটে পেছন দিক থেকে একটি চার্জার রিক্সা ভ্যান মটর সাইকেলে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করতে গেলে স্থানীয় থ্রি হুইলার (পাগলু) এর চেইন মাস্টার ইমরানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেইন মাস্টার ইমরান তাঁর লোকজন নিয়ে আমাদের ধাওয়া দেয়। এসময় আমরা নেকমরদের দূর্লভপুর গ্রামে আশ্রয় নেই। এরপর  ইমরান ও তাাঁর লোকজন আমাদের খুজে বের করে রড ও লাঠিসোটা দিয়ে আমাকে ও আমার সহকর্মীকে বেধরক মারধর করে। 

পরে প্রায় দুই ঘন্টার পর চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে পুলিশ আহত অবস্থায় দূর্লভপুর গ্রাম থেকে ওই দুই সাংবাদিককে উদ্ধার করে। 

তবে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত চেইন মাস্টার ইমরানকে গ্রেফতার করতে পারেনি।

রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই সাংবাদিকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক মহল। সেই সাথে অভিয্ক্তুদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 7142940041571672426

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item