ঠাকুরগাঁওয়ে পোষ্ট মাষ্টারের ঝুলন্ত লাশ
https://www.obolokon24.com/2017/08/thakurgaon_27.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের দানারহাটে গলায় ফাঁসদিয়ে আ. মজিদ (৫০) নামে এক পোষ্ট মাষ্টার আত্মহত্যা করেছে।
ঠাকুরগাঁওয়ের দানারহাটে গলায় ফাঁসদিয়ে আ. মজিদ (৫০) নামে এক পোষ্ট মাষ্টার আত্মহত্যা করেছে।
মঙ্গলবার
(২৯ আগষ্ট) সকালে দানারহাট, হাটপাড়ায় আ. মজিদ এর বাড়ীর সামনে আমেরগাছে
ঝুলন্তলাশ এলাকাবাসী দেখতে পায়,এ নিয়ে এলাকায় গুন্জন সৃষ্টি হয়।
১৯
নং বেগুনবাড়ি ইউপি চেয়ারম্যান জনাব বনি আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন,আ. মজিদভালো মানুষ ছিলেন,তার চায়ের দোকানে আমরা সব সময় চা
খাইতাম।