দুরপাল্লার সাঁতরে রেকর্ড গড়লেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য

ডেস্ক-
গিনেস বুক অব রেকর্ডসে নাম ওঠাতে সাঁতরিয়ে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। ময়মনসিংহের ফুলপুর উপজেলার সরচাপুর থেকে কংশ নদী দিয়ে ১৪৬ কিলোমিটার একক দূরপাল্লার সাঁতার শুরু করেছেন তিনি। হাজার হাজার উৎসুক জনতার উপস্থিতিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় কংশ নদীতে সাঁতার শুরু করেন। ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট, ধোবাউড়া, নেত্রকোনা জেলার পূর্বধলা, দুর্গাপুর, নেত্রকোনা সদরসহ ১০ উপজেলা হয়ে কংশ নদী দিয়ে ১৪৬ কিলোমিটার সাঁতরে আজ নিজ উপজেলা মদনের মগরা ব্রিজে উঠার সম্ভাবনা রয়েছে। তাকে অনুসরণ করে দুটি নৌকায় নিজ স্বজন, চিকিৎসক ও সাংবাদিকসহ বিভিন্ন লোকজন যাচ্ছেন। সাঁতার অবস্থায় দেখতে হাজার হাজার উৎসুক জনতা রাতদিন নদীর দু’পাশে দাঁড়িয়ে ভিড় করছেন।

ফুলপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ হাকিম সরকার এবং নেত্রকোনা জেলার মদন পৌরসভার সাবেক মেয়র মদন নাগরিক কমিটির আহ্বায়ক দেওয়ান মোদাচ্ছের হোসেন এ প্রতিযোগিতার আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ফুলপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সার ডিলার সমিতির সভাপতি গোলাম মুর্তুজা তালুকদার (লাল মিয়া)।

ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য ১৯৭০ সাল থেকে বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ-বিদেশের স্বর্ণ ও রুপা জেতেন। তার সাঁতারের কৃতিত্বস্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে গণভবনে রুপার নৌকা দিয়ে পুরস্কৃত করেন। এছাড়া ১৯১৪ সালে নেত্রকোনায় শেষ একাদশ প্রদর্শনী হিসেবে ২৪ ঘণ্টা ৫ মিনিটে সাঁতারের রেকর্ড গড়েন।

পুরোনো সংবাদ

খেলাধুলা 4898395859324446368

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item