১৪৮টি স্কুল সরকারী করনে প্রধানমন্ত্রীর সম্মতি
https://www.obolokon24.com/2017/08/school_31.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নতুন করে আরও ১৪৮টি বিদ্যালয় জাতীয়করণে সম্মতি প্রদান করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। জাতীয়করণে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১
সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে নির্দেশ দেয়া হয়েছে। গত ২৪ আগস্ট
চিঠিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরে পাঠানো হয়।
জানা গেছে, দেশর সব উপজেলায় একটি করে সরকারি বিদ্যালয়-কলেজ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় নতুন করে ১৪৮টি জেলার ১৪৮টি উপজেলায় একটি করে বিদ্যালয় জাতীয়করণের সম্মতি দেয়া হয়েছে।
জানা গেছে, দেশর সব উপজেলায় একটি করে সরকারি বিদ্যালয়-কলেজ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় নতুন করে ১৪৮টি জেলার ১৪৮টি উপজেলায় একটি করে বিদ্যালয় জাতীয়করণের সম্মতি দেয়া হয়েছে।
এদিকে জাতীয়করনের তালিকায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার
পৌরশহরে প্রানকেন্দ্রে অবস্হিত জলঢাকা মডেল উচ্চ বিদ্যালয়ের নাম থাকায়
উপজেলায় আনন্দের বন্যা বইছে। স্কুলের আয়োজনে স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক
গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের নেতৃত্বে
আনন্দ মিছিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে উপজেলার
সর্বস্তরের মানু্ষ।