ঠাকুরগাঁও‌য়ে ৩০ বি‌জি‌বির অর্থায়‌নে একতা প্র‌তিবন্ধী‌ স্কু‌লে ২ টি ভ্যান গা‌ড়ি বিতরণ


আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তিনি‌ধি:
ঠাকুরগাঁও একতা প্র‌তিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্নবাসন কেন্দ্রে প্র‌তিবন্ধীর ছাত্র-ছাত্রী‌দের যাতায়াতের সু‌বিধার জন্য ২ টি ভ্যান গা‌ড়ি বিতরণ ক‌রেন ৩০ বি‌জি‌বির ল্যা‌প্টে‌নেন্ট ক‌র্ণেল মোঃ খা‌দেমুল বাশার। 

র‌বিবার (২৭ আগষ্ট) দুপু‌রে স্কুল ভ্যান বিতরণ উপল‌ক্ষে এক আ‌লোচনাসভা অনু‌ষ্ঠিত হয়। 

উক্ত আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, ঠাকুরগাঁও ৩০ বি‌জি‌বির ল্যা‌প্টে‌নেন্ট ক‌র্ণেল মোঃ খা‌দেমুল বাশার। 

‌বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, ঠাকুরগাঁও জেলা সমাজ সেবা অ‌ফিসার ‌মোঃ আবু বক্কর সি‌দ্দিক, জেলা প্র‌তিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হা‌সেম, ৭নং চিলারং ইউ‌পির সা‌বেক চেয়ারম্যান মোঃ ফজলুল হক। 

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন, ঠাকুরগাঁও একতা প্র‌তিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্নবাসন কেন্দ্রে প‌রিচালক মোঃ আ‌মিরুল ইসলাম, ০৯নং রায়পুর উই‌পির ০১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপ‌তি ক‌লিমউদ্দীন সহ স্কুল‌টির সকল শিক্ষক-‌শি‌ক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। 

এসময় ঠাকুরগাঁও জেলা সমাজ সেবা অ‌ফিসার ‌মোঃ আবু বক্কর সি‌দ্দিক আশ্বাস দি‌য়ে ব‌লেন যে, এবার স্কুল‌টিকে এম‌পিও ভুক্ত কর‌তে আমা‌দের য‌থেষ্ঠ সহায়তা থাক‌বে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 2785153945025881116

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item