সিরিজ বোমা হামলা ঘটনায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
https://www.obolokon24.com/2017/08/satralig_17.html
২০০৫ সালের ১৭ই আগষ্ট নীলফামারী সহ দেশে ৬৩ টি জেলায় সিরিজ বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি। ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার আওয়ামীলীগের অফিস চত্বর হতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল ও সাধারন সম্পাদক মাসুদ সরকার মাসুদ সহ অন্যান্য নেতা কর্মীরা।
সমাবেশে বক্তরা বলেন, ২০০৫ সালের ১৭ আগষ্ট নীলফামারী সহ দেশের ৬৩ জেলার প্রায় পাঁচ শতাধিক স্থানে বোমা বিষ্ফোরন ঘটায় জেএমবিরা। এতে দুই জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের আহবান জানানো হয়।
উল্লেখ্য, ২০০৫ সালে ১৭ আগষ্ট এ ঘটনায় সারদেশে ১৫৯টি মামলা হয়। এর মধ্যে এখনও ৪৬টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।